ভারি বৃষ্টিতে লিসবনে দেখা দিয়েছে জলাবদ্ধতা
<![CDATA[
ভারি বৃষ্টিতে পর্তুগালের রাজধানী লিসবনসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট থেকে শুরু করে বহু ঘরবাড়ি। পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভারি বর্ষণে প্লাবিত রাজধানী লিসবন ও আশেপাশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে পানি ঢুকে যায় বসতঘর, রেস্টুরেন্ট, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনায়। তলিয়ে যায় অনেক ব্যাক্তিগত যানবাহন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তৃতীয়বারের মতো জলাবদ্ধতার সৃষ্টি হয় লিসবনের আলকান্ত্রা, আলজেসের মতো বিভিন্ন এলাকায়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা আশা করিনি যে পানি এতো উপরে উঠে যাবে। এটা গত সপ্তাহের চেয়ে ভয়ঙ্কর। দশ সেন্টিমিটার পর্যন্ত পানি উঠেছে। আমাদের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহেই দুইটা মেশিন ঠিক করিয়েছি। এবার ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়বে।
আরও পড়ুন: আসছে বড়দিন-নববর্ষ, আলোকোজ্জ্বল লিসবন
প্লাবিত হয় ওয়েইরাস, কাসকাইসের মতো গুরুত্বপূর্ণ এলাকা। পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি রাস্তা। পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার লিসবনজুড়ে জারি করা হয় রেড এলার্ট। বন্ধ করে দেয়া হয় স্কুল কলেজসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমও। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও জলাবদ্ধতা নিরসনে কাজ করছে পুলিশ, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা।
লিসবনজুড়ে রেডে এলার্ট জারি থাকায় সার্বিক কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছে বাংলাদেশ দূতাবাস।
আরও পড়ুন: পরিবেশকর্মীদের বিক্ষোভে উত্তাল লিসবন
]]>