ভার্জিনিয়ায় বন্দুক হামলা: সন্দেহভাজন হামলাকারী গ্রেফতার
<![CDATA[
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলায় আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। খবর সিএনএন।
সোমবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে বন্দুকধারীর অতর্কিত গুলিতে হতাহত হন বেশ কয়েক শিক্ষার্থী। ওই ঘটনার পরপরই হামলাকারী পালিয়ে গেলে তাকে ধরতে অভিযানে নামে পুলিশ।
অবশেষে হামলার ঘটনার কয়েক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই গ্রেফতার করা হয় হামলাকারীকে। পুলিশ জানায়, ২২ বছর বয়সী ওই বন্দুকধারীর নাম খ্রিস্টোফার ডার্লিন জোনস। সে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেও নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
জোনসের বিরুদ্ধে এরই মধ্যে হত্যা ও অস্ত্র মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানায় ভার্জিনিয়া পুলিশ। তবে ওই শিক্ষার্থী ঠিক কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩
বন্দুক হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস।
এদিকে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে চার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের সবাই আইডাহো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। সোমবার অঙ্গরাজ্যটির মস্কো শহরের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের কীভাবে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ। তবে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়।
]]>




