ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৭ যুবককে ফেরত
<![CDATA[
ভালো কাজের প্রলোভনে পাচার হওয়া সাত বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
তিন বছর পর ট্রাভেল পারমিটে রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই বাংলাদেশি যুবকদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। পরে বন্দর থানা পুলিশ তাদের আইনি সহায়তা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন: যশোরের মামুন খান, সাতক্ষীরার আরিফুল ইসলাম, মোকসেদ আলী ও আরিফুল,পটুয়াখালীর আল আমিন, নরসিংদীর তোফায়েল, ময়মনসিংহের হুমায়ন কবীর।
আরও পড়ুন: ভারতে পাচার হওয়া ২৪ কিশোর-কিশোরীকে ফেরত
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
ফেরত আসা বাংলাদেশিরা জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তারা ভারতে যান। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় রেসকিউ ফাউন্ডেশন নামে একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। দীর্ঘ তিন বছর পর দুদেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান।
]]>