বিনোদন

‘ভালো কাজ না করলে জনগণ লাল কার্ড দেখাবে’

<![CDATA[

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের স্থানীয় মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকায় ভালো কাজ করতে না পারলে পরবর্তী নির্বাচনের সময় জনগণ লাল কার্ড দেখাবে। শুধু ভিজিডি আর ভিজিএফ ও ত্রাণের কার্ড বিতরণ করাই জনপ্রতিনিধিদের মূলকাজ নয়। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তাদের।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় মোংলা প্রেসক্লাবে সুজন ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এলাকার সমস্যাগুলো চিহ্নিতকরণ, উন্নয়ন ও পাড়া-মহল্লায় ম্যাপ তৈরি করে সে অনুযায়ী কাজ করতে পারলেই জনগণের কাছে একজন ভালো ও গ্রহণযোগ্য নেতা হওয়া যায়। তাই আমাদের জনপ্রতিনিধিদের উচিৎ নির্বাচিত হওয়ার পর জনগণের কাছে গিয়ে তাদের দুঃখ কষ্ট বুঝে সে অনুযায়ী কাজ করা। না হয় পরবর্তী সময় ভোটের জন্য তাদের দুয়ারে গেলে আপনাদের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নেবে।

এর আগে দুপুরে মোংলা প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা করতে না পারলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। যেভাবে আমরা চলছি সেটি মুক্তির পথ না সম্প্রীতির পথ না। দেশের উন্নয়ন হচ্ছে কিন্তু আমাদের উন্নতি হচ্ছে না। নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, আমার মনে হয় একটা অগ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছে। যে কারণে নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা নেই।

আরও পড়ুন: সিইসির মিথ্যাচারে আমরা স্তম্ভিত: সুজন সম্পাদক

তিনি আরও বলেন, ভালো থাকতে চাইলে, সত্যের মুখোমুখি হতে হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশে সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই।

বিকেল সাড়ে ৫টায় সুন্দরবন ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকরাম ইজারাদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পিস অ্যাম্বাসেডর বাগেরহাট ডিসট্রিক্ট নেটওয়ার্ক পিএডিএন’র সমন্বয়কারী শেখ বশিরুল ইসলাম, পিএডিএন বাগেরহাট জেলার উপদেষ্টা মো. ইব্রাহিম হোসেন, পিএডিএন বাগেরহাটের সদস্য খান এ আরিফ, এস কে হাসিব, ইসমাইল হোসেন লিটন, মো. জাকির হোসেন ও দি হাঙ্গার প্রজেক্টের এসপিএল প্রকল্প সমন্বয়কারী কাজী নিশাত।

এছাড়া ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, উৎপল মণ্ডল, উদয় শংকর বিশ্বাস, পিএফজি সদস্য মাহবুবুর রহমান মানিকসহ আরও অনেকে।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!