ভালো খেলতে থাকা আমিরাতের ইনিংসে মিরাজের ধাক্কা
<![CDATA[
দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে দারুণ লড়ছে স্বাগতিকরা। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৩ রান তোলা সংযুক্ত আরব আমিরাতের টানা দুই উইকেটের পতন ঘটালেন মেহেদী হাসান মিরাজ। চিরাগ সুরিকে ৩৯ রানে ফিরিয়ে দেয়ার পর আরিয়ান লাকরাকে ১৯ রানে আউট করেন তিনি।
দুবাইয়ে রোববার (২৫ সেপ্টেম্বর) ১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান তুলে ফেলেছে সংযুক্ত আরব আমিরাত। ২৭ রানে প্রথম উইকেট হারানো আমিরাতকে পথ দেখাচ্ছিলেন চিরাগ সুরি। কিন্তু তাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে বাংলাদেশকে খেলায় ফেরালেন মেহেদী হাসান মিরাজ। ২৪ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরেছেন এই ব্যাটার। জয়ের জন্য আমিরাতের প্রয়োজন ৬৯ বলে ৮৯ রান।
আরও পড়ুন:আফিফের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন সাব্বির রহমান। ওপেনারের ভূমিকায় প্রত্যাবর্তনের পর ব্যাট হাতে দুই ম্যাচেই ব্যর্থ হলেন তিনি। দলীয় ১১ রানে প্রথম উইকেট দ্বিতীয় উইকেট হারায় ২৬ রানের মাথায়। দারুণ ব্যাট করতে থাকা লিটন ফেরেন ১৩ রান করেই।
আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজ মন্থর ব্যাটিং করলেও নিজের উইকেট বাঁচাতে পারেননি। পঞ্চম ওভারে দলীয় ৩৫ রানে আউট হয়ে যান তিনি। ১৪ বলে ১২ রান করা মিরাজ জাওয়ার ফরিদের বলে এগিয়ে এসে বড় শট খেলতে গিয়ে তার হাতেই ধরা পড়েন।
ব্যর্থ হয়েছেন ইনজুরি থেকে ফিরে দীর্ঘদিন পর খেলতে নামা ইয়াসির রাব্বিও। মাত্র ৪ রান করে মেইয়াপ্পানের বলে বোল্ড হয়ে যান তিনি। বাংলাদেশের সংগ্রহ তখন মোটে ৪৭ রান।
সতীর্থদের আসা যাওয়ারে মধ্যেই দারুণ ব্যাট করছিলেন আফিফ হোসেন। মোসাদ্দেকের সঙ্গে পঞ্চম উইকেটে ৩০ রানের পার্টনারশিপ করেন তিনি। এখানে অবশ্য মোসাদ্দেকের অবদান মোটে ৩ রান। ১১তম ওভারে দলীয় ৭৭ রানে আউট হন ৩ রান করা মোসাদ্দেক। মেইয়াপ্পানের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি।
আরও পড়ুন:ইয়াসিরের বিদায়ে বিপদ বাড়ল বাংলাদেশের
এরপর অধিনায়ক সোহানের সঙ্গে ফের জুটি গড়েন আফিফ। ব্যাট হাতে আফিফ দৃষ্টিনন্দন শটের পসরা বসালেও সোহান সংগ্রাম করছিলেন রান খুঁজে নিতে। এ জুটিতে ৫৪ বলে ৮১ রান যোগ হয় বাংলাদেশের স্কোরকার্ডে।
৫৫ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন আফিফ। তার ইনিংসে ছিল ৭টি চারের পাশাপাশি ৩টি ছয়ের মার। এটিই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। অধিনায়ক সোহান ২৫ বলে সমান ২ চার ও ছয়ে ৩৫ রানে অপরাজিত থাকেন।
স্বাগতিকদের পক্ষে চার ওভার বল করে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন কার্তিক মেইয়াপ্পান। সাবির আলী, আয়ান আফজাল খান ও জাওয়ার ফরিদ বাকি তিনটি উইকেট ভাগাভাগি করে নেন।
]]>




