ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি জোকো ও নাদাল
<![CDATA[
অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে আবারও হারের মুখ দেখলেন রাফায়েল নাদাল। অন্যদিকে, অস্ট্রেলিয়ায় ফিরেই অ্যাডিলেড ওপেনে জয় পেয়েছেন নোভাক জোকোভিচ।
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই মেলবোর্ন পার্কে গড়াবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। তাই তার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত টেনিসের তারকা থেকে শুরু করে নবাগত খেলোয়াড়রা। সে তালিকায় বাদ যাননি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদালও। নিচ্ছেন প্রস্তুতি।
তবে প্রস্তুতিটা যে একেবারেই ভালো হচ্ছে না রাফার তা বলাই যায়। অস্ট্রেলিয়ান ওপেনের আগে প্রস্তুতিমূলক সব প্রতিযোগিতায় দেখছেন একের পর এক হারের মুখ। এবার ইউনাইটেড কাপেও হারতে হলো নাদালকে।
ম্যাচে রাফায়েল নাদাল মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স মিনাউরের। প্রথম সেট দাপট নিয়ে ৬-৩ গেমে জিতলেও ধরাশায়ী হন পরের দুই সেটে। দ্বিতীয় ও তৃতীয় সেট ৬-১, ৭-৫ গেমে হেরে যান ২২টি গ্র্যান্ড স্ল্যামের এই মালিক।
এটিপি ট্যুরের ম্যাচে হারলেও অস্ট্রেলিয়ান ওপেন ভালোভাবে শুরুর অপেক্ষায় ক্লে কোর্টের রাজা। ২০০৯-এর পর আবারও গেল বছর এই আসরে শিরোপা জেতেন নাদাল। ইনজুরি থেকে ফিরে তাই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে রাঙাতে চান নিজেকে।
আরও পড়ুন: চিরনিদ্রায় শায়িত ফুটবলসম্রাট পেলে
রাফায়েল নাদাল বলেন, ‘আমি নিজের সঙ্গে লড়াই করে যাচ্ছি, যাব। পুরোপুরি ফিট হতে কাজ করে যাচ্ছি। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে আমার হাতে আর দুই সপ্তাহের মতো সময় আছে। আমি এখনকার পরিস্থিতি নিয়ে নেতিবাচক কিছু ভাবতে চাচ্ছি না। দুই ম্যাচ হেরেছি। কিন্তু এই দুই ম্যাচ থেকেই শিক্ষা নিয়ে পরের ম্যাচগুলোতে নিজের ফর্মে ফিরতে চাই।’
এদিকে, রাফায়েল নাদালের হারের দিনে জয়ের মুখ দেখেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। গেল বছর দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফিরে যাওয়া নোভাক অস্ট্রেলিয়ায় ফিরেই পেলেন জয়ের দেখা। অ্যাডিলেড ওপেনে এদিন জোকো মুখোমুখি হন ফ্রান্সের কনস্ট্যান্ট লেসটিয়েনের।
যেখানে ফরাসি প্রতিপক্ষকে পাত্তাই দেননি সাবেক নাম্বার ওয়ান। আধিপত্য দেখিয়ে ৬-৩, ৬-২ গেমে জিতে নিয়েছেন ম্যাচ। ১৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের আগে তাই ফুরফুরে মেজাজেই আছেন আসরের নয়বারের চ্যাম্পিয়ন জোকোভিচ।
]]>




