বিনোদন

ভিসা জটিলতায় সাকিব, যা জানা গেল

<![CDATA[

বাংলা ওয়াশ ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচনে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, পাকিস্তান অধিনায়ক বাবর আজম উপস্থিত থাকলেও ছিলেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। লাল-সবুজের প্রতিনিধি হিসেবে ছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

সপ্তাহখানেক আগে দল নিউজিল্যান্ডে পৌঁছালেও এখনও যেতে পারেননি সাকিব। শোনা যাচ্ছে, ফ্লাইট ও ভিসা জটিলতায় পৌঁছাতে দেরি হচ্ছে তার। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা রয়েছে টাইগার অধিনায়কের। আর পরদিন দুপুরেই নেমে যেতে হবে মাঠে।

এ প্রসঙ্গে বাংলাদেশ টিম ম্যানেজার রাবেদ ইমাম গণমাধ্যমকে বলেন, সিপিএল শেষে ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের টিকিটের চেষ্টা করছিলেন সাকিব। কিন্তু টিকিট ম্যানেজ করতে পারছিলেন না। পরে একটা টিকিট করতে পারেন, যেটা তাহিতি হয়ে ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা ছিল ৪ অক্টোবর। কিন্তু এয়ারপোর্টে গেলেও সাকিব প্লেনে উঠতে পারেননি। তাহিতির ভিসা নিয়ে জটিলতায় তাকে বোর্ডিং করতে দেয়া হয়নি। তিনি ফিরে যান। পরে এয়ারলাইন্স থেকেই ভিসা সমস্যার সমাধান করার পর অবশেষে রওনা দিতে পেরেছেন। এখন পথে আছেন।

নিউজিল্যান্ডের টিকিটের এখন ভয়ঙ্কর সংকট চলছে। দীর্ঘদিন পর সেখানে ভ্রমণের বাধা তুলে নেয়া হয়েছে ১ অক্টোবর থেকে। 

আরও পড়ুন: আইসিসির মাসসেরার দৌড়ে বাংলাদেশের জ্যোতি

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!