ভুটানকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ
<![CDATA[
ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। র্যাঙ্কিং কিংবা পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ভুটানকে হালকাভাবে নিচ্ছে না ছোটনের দল। সেরাটা খেলেই ফাইনালে উঠতে চায় সাবিনারা। অন্যদিকে, মাঠে নামার আগেই আত্মসমর্পণ করতে চায় না ভুটান। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে আসরের প্রথম সেমিফাইনাল।
কাঠমান্ডুতে চনমনে বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। চলমান সাফ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত দুর্বার গতিতে ছুটছে সাবিনার দল। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি এখনো। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের ট্রফি থেকে দুই ধাপ পেছনে বাংলাদেশ।
সেমিতে বাংলাদেশের সামনে ভুটান বাধা। ম্যাচের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না ছোটন শিষ্যরা। তাইতো নিরলস পরিশ্রম আঁখি-স্বপ্নাদের।
প্রতিপক্ষ ভুটানের চেয়ে র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে বাংলাদেশ। ২০১০ সালে ঢাকায় ভুটানকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল বাংলার মেয়েরা। যে ম্যাচে জোড়া গোল ছিল সাবিনার। যে সাবিনাই চলমান আসরে ৫ গোল করে আছে শীর্ষে।
আরও পড়ুন: বাংলাদেশের সামনে এবার বাধা কাতার!
ভুটান ম্যাচের আগে দলে নেই কোনো ইনজুরি সমস্যা। সব মিলিয়ে ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাসী লাল সবুজের প্রতিনিধিরা। তবে, সেমিফাইনাল বলে কথা। তাই ভুটানকে সমীহ করেই মাঠে নামতে চান সাবিনারা।
অধিনায়ক বলেন, কোনো ম্যাচকেই চাপ হিসেবে নিচ্ছি না। ভুটান খুব ভালো করছে। তাই প্রতিপক্ষকে সমীহ করছি। সাধারণভাবে যে খেলা, সেটা আমরা খেলে যাবো।
বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, গত কয়েক দিন ধরে মেয়েদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা সেমিফাইনালে লড়তে পুরোপুরি প্রস্তুত।
আন্তর্জাতিক ফুটবলে ভুটানের মেয়েদের পথচলা ১২ বছরের। র্যাঙ্কিংয়ে পিছিয়ে শুধু নয়, সাফে এখন পর্যন্ত লাল সবুজদের বিপক্ষে জয়ের মুখ দেখেনি ভুটান। তারপরও মানসিকভাবে দৃঢ়প্রতিজ্ঞ দলটি সেমির মঞ্চে লড়তে প্রস্তুত নিজেদের সর্বোচ্চটা দিয়ে।
আরও পড়ুন: বাফুফের বয়সভিত্তিক টুর্নামেন্টের শুরুতেই অব্যস্থাপনা
ভুটান জাতীয় ফুটবল দলে অধিনায়ক পেনা সোডেন বলেন, বাংলাদেশ অনেক শক্তিশালী একটা দল। বল পাসিংয়ে তারা খুব ভালো। দলের খেলোয়াড়দের মধ্যে দারুণ বোঝাপড়াও আছে। আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবো। বাকিটা মাঠে দেখা যাবে। আশা করি একপেশে ম্যাচ হবে না।
ভুটান বাধা পেরোলে দ্বিতীবারের মতো সাফের ফাইনাল নিশ্চিত করবে সাবিনা খাতুনের দল।
]]>




