বিনোদন

ভুটান প্রতিনিধি দলের চিলাহাটি রেলপথ পরিদর্শন

<![CDATA[

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও একই সঙ্গে খরচ কমাতে চিলাহাটি থেকে মোংলা পর্যন্ত রেলপথ ব্যবহার করতে চায় ভুটান। এ কারণে ভুটানের প্রতিনিধি দলের চিলাহাটি রেলপথ পরিদর্শন করে।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ভুটানের একটি সরকারি প্রতিনিধিদল বাংলাদেশ-ভুটান বাণিজ্যিক রুট পরিদর্শনের অংশ হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একজন বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে চিলাহাটি রেলওয়ে স্টেশন পরিদর্শন করে। 

এ সময় নির্মাণাধীন আইকনিক রেলভবন, লুপলাইনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে তারা। 

আরও পড়ুন: ‘ভুটানের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগে বাণিজ্য বাড়বে’

ভুটানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত কূটনৈতিক বিভাগের প্রধান শেরিং লাদেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান কারমা সোযার, ভুটান চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান কমল প্রধানসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারা একটি বৈঠক করে।

পরিদর্শন শেষে ভুটান প্রতিনিধি দলের পক্ষে সফরে আসা এডিবি কনসালট্যান্ট জানান, এই রেলপথ ব্যবহার করা গেলে মোংলা বন্দরে সহজে বাণিজ্যের সুযোগ তৈরি হবে। আর চিলাহাটি স্থলবন্দর চালু করা গেলে বাড়বে বাণিজ্যের ক্ষেত্র।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!