ভুল উচ্চারণ করে ট্রোলের শিকার শুভশ্রী!
<![CDATA[
সোশ্যাল মিডিয়ায় এখন নিয়মিত দেখা যায় টলিউড অভিনেত্রী শুভশ্রীকে। সিনেমার পর্দায় না থাকলেও নানা রিলস নিয়ে ইনস্টার পর্দায় তিনি দর্শকের সামনে আসেন প্রায়ই। এবার ইনস্টার একটি রিলে ভুল ইংরেজি উচ্চারণের জেরে ট্রোলের শিকার হলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যতটা সহজ, তেমনি ট্রোল করতেও খুবই কম সময় লাগে। আর এদিক থেকে এগিয়ে আছেন তারকারা। যদিও সোশ্যাল মিডিয়ায় নিজেদের কীভাবে উপস্থাপন করবেন তারা, সে বিষয়ে তাদের বাড়তি সতর্কতা অবলম্বন জরুরি।
এদিকে, রানি এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেও বিদ্রুপের মুখে পড়েছিলেন শুভশ্রী। এবার ভুল ইংরাজি বলায় নেটপাড়ায় হাসির খোরাকে পরিণত হয়েছেন রাজ ঘরণী।
আরও পড়ুন: ফুসফুসের সংক্রমণ নিয়ে আইসিইউতে ভর্তি পরিচালক অনীক দত্ত
১৩ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হচ্ছে পুরুষদের হকি বিশ্বকাপ । এবারের আয়োজক দেশ ভারত, তাই ওড়িশায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। সেই উপলক্ষ্যেই হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়ে ইনস্টায় একটি ভিডিও পোস্ট করেন টলি সুন্দরী। ভিডিওতে একদম স্পোর্টি লুকে দেখা গেল ইউভানের মাকে।
ভিডিওতে শুভশ্রীকে ইংরেজিতে শুভেচ্ছা জানাতে দেখা যায়। কিন্তু শুরুতেই ভুল উচ্চারণ করে বসেন অভিনেত্রী। ‘হকি ওয়ার্ল্ড কাপ’-এর বদলে ‘হকি ওয়ার্ল্ডস কাপ’ উচ্চারণ করেন তিনি। এই ছোট্ট ভুলের জন্যই নায়িকাকে ইংরেজির পাঠ দিলেন এক নেটিজেন। তিনি লেখেন, ‘ওয়ার্ল্ডস কাপ!! ভগবান, ইংরেজি বলতে না পারলে বলেন কেন? এত চেষ্টার দরকার নেই তো!!’
আরও পড়ুন: মৃণাল সেনের হুবহু লুকে চঞ্চল!
কেউ আবার শুভশ্রীর ঠোঁট নিয়ে কটাক্ষ করেন। নায়িকা লিপ সার্জারি করেছেন, এমন অভিযোগ আনেন কেউ কেউ। যদিও ট্রোলারদের পাত্তা দেননি অভিনেত্রী। তবে যাদের উদ্দেশে শুভশ্রীর এই বার্তা, তারা কিন্তু ধন্যবাদ জানাতে ভোলেননি শুভশ্রীকে। ভারতীয় হকি দলের তারকা জার্মানপ্রীত সিং শুভশ্রীর কমেন্ট বক্সে লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ’।
ভুল ইংরেজি বলার জন্য এই প্রথম ট্রোলড হলেন না শুভশ্রী। করোনাকালের আগে একবার দুবাইয়ে স্কাই ডাইভিং করার আগে ওই ভিডিও শেয়ার করেও সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী।
এদিকে, খুব শিগগিরই মুক্তি পাবে শুভশ্রী অভিনীত ছবি ‘ডক্টর বক্সী’। এছাড়াও নতুন বছরে রাজ চক্রবর্তীর আসন্ন ওয়েব সিরিজ ‘প্রলয় আসছে’। যার সহ-প্রযোজক হিসাবে থাকছেন শুভশ্রী।
]]>




