ভুল চিকিৎসায় বাদ্যশিল্পীর মৃত্যুর অভিযোগ
<![CDATA[
রাজধানীতে ভুল চিকিৎসায় কবির শানু নামে এক বাদ্যশিল্পীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর রামপুরা বেটার লাইফ হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, রোববার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে পেটে ব্যথা শুরু হলে রাজধানীর বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা বাদ্যশিল্পী কবির শানুকে। ভর্তির শুরু থেকে হাসপাতালের অনিয়ম শুরু হয়। প্রথমে ইন্টার্ন ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিলেও সকালে বিভিন্ন টেস্টের কথা থাকলেও সকাল ৯টার দিকে পরীক্ষাগুলো করা হয়। সকাল হয়ে গেলেও কোনো স্পেশালিস্ট ডাক্তার কবিরকে দেখতে আসেননি। পরে শ্বাসকষ্টের সমস্যা শুরু হলে দুপুর ১২টার দিকে বাদ্যশিল্পী কবির শানু মারা যান।
কবিরের মেডিকেল রিপোর্ট থেকে জানা যায়, হাসপাতালে ভর্তির পর শুধু একটি আল্ট্রাসনোগ্রাম করা হয় তার। যেটি তার মৃত্যুর আধা ঘণ্টা পর ডাক্তারদের হাতে পৌঁছেছিল। স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর মুমূর্ষু অবস্থায় থাকলেও কবিরের জন্য প্রয়োজনীয় আইসিইউর ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রংপুরে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে বিক্ষোভ
এ বিষয়ে বেটার লাইফ হাসপাতালের জিএম মাজহারুল ইসলাম বলেন, ‘শুনেছি চিকিৎসা দেয়া হয়েছে। যদি চিকিৎসা না হয়ে থাকে, তাহলে আমরা ব্যবস্থা নেব।’
রামপুরা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘সঠিক নিয়মে চিকিৎসা হয়েছে কি না, সে বিষয়ে আমরা তদন্ত করে দেখব। তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বেরিয়ে আসবে।’
এর আগেও বেশ কয়েকবার দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে বেটার লাইফ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
]]>