ভুল তথ্য থাকা পাঠ্যপুস্তক প্রত্যাহারের দাবি
<![CDATA[
ভুল তথ্য থাকা পাঠ্যপুস্তক প্রত্যাহার করে আগের পাঠ্যপুস্তকে পাঠদান ও করোনাকালের মতো সংক্ষিপ্ত সিলেবাসে পাঠ এবং পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত।
বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে সংগঠনটির নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ মুফতি আবুল কাসেম ফজলুল হক এ দাবি জানান।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে।
আরও পড়ুন: পাঠ্যপুস্তকে ভুল নির্ণয়ে দুটি কমিটি হচ্ছে: শিক্ষামন্ত্রী
মহাসচিব আরও বলেন, ভুল তথ্য থাকা পাঠ্যপুস্তক প্রত্যাহার করে আগের পাঠ্যপুস্তকে করোনাকালের মতো সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান ও পরীক্ষা গ্রহণের দাবি জানাচ্ছি।
এ সময় পাঠ্যপুস্তকে বিবর্তনবাদসহ ধর্মের সঙ্গে সাংঘর্ষিক বিভিন্ন বিষয় বাদ দেয়ারও কথা বলেন তিনি।
এছাড়া গোলটেবিল বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে যারা পাঠ্যপুস্তকে বিতর্কিত প্রসঙ্গ টেনে এনেছেন, তাদের শাস্তি দাবি করেন আলোচকরা।
]]>