ভেনেজুয়েলায় ২৫ জনের মৃত্যু, অস্ট্রেলিয়ায় সতর্কতা জারি
<![CDATA[
ভেনেজুয়েলায় ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক। ভেঙে গেছে অসংখ্য ঘরবাড়ি। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারি বৃষ্টিপাতে ভবনধসে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। পানিতে তলিয়ে আছে বেশির ভাগ রাস্তাঘাট। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। অন্যদিকে অস্ট্রেলিয়ায় বৃষ্টিপাতের কারণে বন্যাসতর্কতা জারি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভেনেজুয়েলার মধ্যাঞ্চল। দেশটির অন্তত পাঁচটি ছোট নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কিছু অঞ্চল। পানিতে ভেসে গেছে গাছপালা, দোকানপাট, অসংখ্য ঘরবাড়ি। স্থানীয়রা জানান, বেশির ভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কারাকাস এলাকায় পানিতে তলিয়ে আছে বিস্তৃত ফসলের মাঠ।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক। তাদের সন্ধানে কাজ করছেন কয়েক হাজার উদ্ধারকর্মী। পাশাপাশি ক্ষয়ক্ষতি মেরামতে এরই মধ্যে স্থানীয়দের সঙ্গে কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। বন্যাকবলিত অঞ্চলগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৭৬ জনের মৃত্যু
এদিকে, ভারি বৃষ্টিতে নাকাল ভারতের নয়াদিল্লিবাসী। টানা বৃষ্টিতে রাজধানীর সড়কগুলোতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। কর্তৃপক্ষ জানায়, বৃষ্টির কারণে রোববার (৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রাজধানীর লাহোর গেটে ভবনধসে কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। আটকে পড়াদের উদ্ধারে কাজ করেন তারা। এ সময় কয়েকজনের মরদেহও বের করে আনেন উদ্ধারকর্মীরা। বৃষ্টিতে শহরের বেশির ভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। গাছ ভেঙে সড়কে পড়ে আছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। এ অবস্থায় চালকদের, বিশেষ করে মোটরসাইকেল চালকদের সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছে পুলিশ।
বৈরী আবহাওয়ার একই দৃশ্য অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যেও। রোববার বৃষ্টিপাত কমে গেলেও দেখা দেয় জলাবদ্ধতা। নদীর পানি বেড়ে যাওয়ায় এরই মধ্যে বেশ কয়েকটি এলাকায় বন্যাসতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে আবারও বৃষ্টিপাতের শঙ্কায় কয়েক দিনের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
]]>




