ভৈরবে মাজারের খাবার খেয়ে শিশুসহ ২৫ জন হাসপাতালে
<![CDATA[
কিশোরগঞ্জের ভৈরবে মাজারের খাবার খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ ২৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজলার আগানগর ইউনিয়নের আগানগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বাউনিয়া এলাকার একটি মাজারে যায় ভৈরবের আগানগর গ্রামের বেশ কিছু সংখ্যক ভক্ত ও মুরিদান। তারা সারারাত মাজারে কাটানোর পর মাজারের রান্না করা বিরিয়ানি নিয়ে বাড়ি ফেরেন রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে।
ওই ভক্তরা মাজার থেকে নিয়ে আসা বিরিয়ানি নিজেদের ছেলে-মেয়ে নিয়ে খায় এবং প্রতিবেশীদেরকেও দেয়। খাবার খাওয়ার ১০-১৫ মিনিট পর থেকেই শুরু হয় বমি ও পাতলা পায়খানা।
আরও পড়ুন: পাসপোর্টের ফিঙ্গার প্রিন্ট দিতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২
অবস্থা বেগতিক দেখে স্বজনরা আক্রান্তদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ২ জন পুরুষ সহ ২৫ জন নারী ও শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তরা এখনো আশংকামুক্ত নন, তবে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রৌশনারা নিপা বলেন, দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত মাজারের খাবার খেয়ে বমি ও পাতলা পায়খানা নিয়ে হাসপাতালে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। তবে আশংকামুক্ত কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
]]>




