ভৈরবে লেপ-তোষক তৈরির কারখানায় আগুন
<![CDATA[
কিশোরগঞ্জের ভৈরবে বঙ্গবন্ধু স্বরণী এলাকায় একটি লেপ-তোষক তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।
রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে কারখানা ও ২টি ভাঙ্গারীর দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ভৈরব ফায়ার সার্ভিসের বাজার স্টেশন ইনচার্জ আজিজুল হক রাজন।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু স্বরণীর একটি টিনসেট ঘরের লেপ-তোষকের কারখানায় আগুন জ্বলতে দেখে এলাকাবাসী। তারা ফায়ার সার্ভিসে খবর দিলে ১০ মিনিটের মধ্যে দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আরও পড়ুন: হঠাৎ রাজশাহীগামী ট্রেনের ইঞ্জিনে আগুন
এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনা স্থলে এসে যুক্ত হয়। ৩টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অন্ধকারের কারণে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
আজিজুল হক রাজন বলেন, আমরা খবর পেয়ে ৬টা ৪০ মিনিটে ঘটনা স্থলে পৌঁছে দেখতে পাই তোষক কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে। দুটি ইউনিট দুদিক থেকে কাজ শুরু করে। তারপর আমাদের সঙ্গে নদী ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যুক্ত হয়। ৩টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
]]>




