ভৈরব রেলওয়ে কোষাগারে মাশুল জমা দিলেন অনুতপ্ত যাত্রী
<![CDATA[
ভৈরব রেলস্টেশনে নিজের ভুল স্বীকার করে দিনের পর দিন বিনা টিকেটে রেল ভ্রমণের মাশুল হিসাবে ৯ হাজার ৯৯০ টাকা রেলওয়ের কোষাগারে জমা দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।
শনিবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী সোহাগ মিয়ার কাছে ৫০ ঊর্ধ্ব ওই ব্যক্তি মাশুলের টাকা জমা দিয়ে রশিদ নিয়ে যান।
টাকা জমা দেয়ার পরে তিনি জানান, আবার তিনি আরও টাকা নিয়ে আসবেন তখন নাম পরিচয় প্রকাশ করবেন।
আরও পড়ুন: রেলওয়ে স্টেশনে স্যানিটারি ন্যাপকিন দিচ্ছেন মোরশেদ
প্রধান বুকিং সহকারী জানান, হঠাৎ করেই ৫০ ঊর্ধ্ব এক ব্যক্তি রুমে ঢুকে বলেন, তিনি অনেক দিন বিনা টিকেটে রেল ভ্রমণ করেছেন। এ কাজে অনুতপ্ত হয়ে তার মাশুল হিসাবে রেল ভাড়া জমা করতে চান। পরে তিনি ৯ হাজার ৯৯০ টাকা জমা করেন। মূলত ধর্মীয় অনুভূতি থেকেই তার এ সিদ্ধান্ত। রেলওয়ের যে ক্ষতি তিনি করেছেন তার জন্য টাকা জমা দিয়ে সে দায় থেকে মুক্ত হতে চান।
সোহাগ মিয়া বলেন, ‘যারা বিনা টিকেটে রেল ভ্রমণ করেন এই ব্যক্তিকে দেখে তাদের বিবেক জাগ্রত হলে তা হয়তো ট্রেনে বিনা টিকেটে ভ্রমণ অনেকটাই কমে আসবে।’
]]>




