ভোক্তা অধিকারের অভিযান, পঞ্চগড়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
<![CDATA[
পঞ্চগড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকি অভিযানে শহরের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মিলগেট ও ধাক্কামারা বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
আরও পড়ুন: রংপুরে তিন ইটভাটাকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা
তিনি বলেন, ভোক্তার চাহিদা নিশ্চিত করতে আমরা নিয়মিত বাজার তদারকি করি। এরই ধারাবাহিকতায় পঞ্চগড় সদর উপজেলার মিলগেট ও ধাক্কামারা বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ফিজিসিয়ান স্যাম্পল রাখার দায়ে সাইদুর ফার্মেসিকে এক হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে রোজী ফার্মেসিকে দুই হাজার টাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় করতোয়া হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
]]>




