ভোক্তা অধিকারের পক্ষে রাবিতে মানববন্ধন
<![CDATA[
রাজশাহীতে ভোক্তা অধিকারবিরোধী তৎপরতায় বেকারি মালিক সমিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’র (সিসিএস) যুব সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।
রোববার (৩০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে তরুণ ভোক্তা সংগঠকরা বক্তব্য দেন।
মানববন্ধনে ‘পচা বাসি বেকারি- আর নয় দরকারি’, ‘চলো যাই যুদ্ধে- ভেজালের বিরুদ্ধে’, ‘ভোক্তা হলে সচেতন- বন্ধ হবে অনিয়ম’সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানানো হয়।
কনজুমার ইউথ বাংলাদেশ রাবি শাখার সভাপতি জেডএম তৌহিদুন নূর বলেন, রাজশাহী বেকারি মালিক সমিতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালনার বিরুদ্ধে যে মানববন্ধন করেছে, সেটা জনগণের বিরুদ্ধে মানববন্ধন করার শামিল। এটাকে ভোক্তা অধিকারবিরোধী অপতৎপরতা বলে আমরা মনে করি। আমাদের অধিকার বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। শুধু বেকারি মালিক সমিতি নয়, যে কোনো মালিক সমিতি ভোক্তা অধিকারবিরোধী কোনো অপতৎপরতা চালানোর চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে জনকল্যাণে আরও বেশি বেশি অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ করছি।
তিনি আরও বলেন, আমরা বলতে চাই, বেকারি মালিক সমিতি যেটা করেছে, সেটা কোনো সঠিক কাজ হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানকে আমরা সাধুবাদ জানাই। আরও বেশি এ ধরনের অভিযান পরিচালনা করার জন্য অধিদফতরকে আমরা অনুরোধ করছি।
মানববন্ধনে জাহিদ হাসান নামে আরবি বিভাগের এক শিক্ষার্থী বলেন, সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহীতে খাদ্যে ভেজাল প্রতিরোধে একটি অভিযান চালানোর পর বেকারি মালিক সমিতি ওই অভিযানের বিরুদ্ধে মানববন্ধন করেছে। আমরা মনে করি, ওই মানববন্ধনের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে তারা অপরাধ করবে, সেটা কোনো দোষ নয় বরং তাদের অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেয়াটা দোষ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চালানো ভোক্তা অধিকার অধিদফতরের অভিযানের বিরুদ্ধে বেকারি মালিক সমিতির প্রতিবাদ করার অর্থ কী? প্রত্যেকটি সেক্টর থেকে যদি অপরাধীরা এভাবে আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাহলে তো দেশটাই ধ্বংস হয়ে যাবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সামনে বেকারি মালিক সমিতি বেকারি কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালনার বিরুদ্ধে মানববন্ধন করে।
]]>




