ভোক্তা অধিকার ডিজির নির্দেশে বরিশালে তাৎক্ষণিক অভিযানে জরিমানা
<![CDATA[
সময় সংবাদে প্রচারিত প্রতিবেদনের সূত্র ধরে বরিশালে অবৈধ ল্যাব ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৈধ কাগজপত্র না থাকায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।
সোমবার (০৫ ডিসেম্বর) সকাল থেকে সময় সংবাদে প্রচার হয় বরিশালের অবৈধ ডায়াগনস্টিক ল্যাব ও ক্লিনিক নিয়ে বিশেষ প্রতিবেদন।
প্রতিবেদনটি নজরে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামানের। প্রতিবেদনটি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেন সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো অফিসে। এরপর সেখান থেকে তথ্য উপাত্ত নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের আঞ্চলিক কার্যালয়কে নির্দেশ দেন অভিযান পরিচালনার।
বেলা ১২টার দিকে সংস্থার উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে নগরের রুপাতলী এলাকা থেকে শুরু হয় অভিযান। প্রথমেই আব্দুল্লাহ হাসপাতালে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় বৈধ কাগজপত্র না থাকাসহ নানা অনিয়ম হাতেনাতে ধরেন তারা। জরিমানা করা হয় ২৫ হাজার টাকা, নিজেদের অন্যায় স্বীকার করে আব্দুল্লাহ হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সরকারি হাসপাতালে ক্লিনিকের বেতনভুক্ত দালালের দৌরাত্ম্য
পরে রুপাতলী জমজম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভোক্তা অধিকার। এখানে বড় ধরনের অনিয়ম পায়নি অভিযান পরিচালনাকারীরা। তবে অনিয়ম রোধে সতর্ক করা হয়েছে এ স্বাস্থ্যসেবা কেন্দ্রটিকে।
বরিশাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
]]>




