ভোট কম পাওয়ায় রসিক কাউন্সিলরের কাণ্ড
<![CDATA[
সদ্যসমাপ্ত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে একটি কেন্দ্রে ভোট কম পাওয়ায় টিসিবির ট্রাক অন্য স্থানে সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক কাউন্সিলরের বিরুদ্ধে। এদিকে, নির্ধারিত দিনে পণ্য না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুবিধাভোগীরা।
বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নগরীর কামাড়পাড়া বাসস্টান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন টিসিবির কার্ডধারী সুবিধাভোগীরা। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মিজানুর রহমান মিজু নগরীর কামাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কম পান। এতে ক্ষিপ্ত হয়ে দীর্ঘদিন থেকে নির্ধারিত টিসিবির পণ্যের ট্রাক এখান থেকে সরিয়ে তার নিজ বাড়ি গণেশপুর এলাকায় নিয়ে যান। বুধবার নির্ধারিত দিনে টিসিবির পণ্য নিতে এসে ট্রাক দেখতে না পেয়ে বাধ্য হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে করেন তারা।
সুমন নামে এক বিক্ষোভকারী অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের আগে ২২ নম্বর ওয়ার্ডের জন্য টিসিবির পণ্য বিক্রির কেন্দ্র ছিল কামাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। কিন্তু নির্বাচনে এই এলাকা থেকে স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান মিজু ভোট কম পাওয়ায় ক্ষোভে কেন্দ্র পরিবর্তন করে নিজ এলাকায় নিয়ে গেছেন। আজ আমরা পণ্য নিতে এসে টিসিবির ট্রাক দেখতে না পেয়ে অবরোধ করে বিক্ষোভে নামতে বাধ্য হয়েছি।’
আরও পড়ুন: টিসিবির পণ্য বিক্রিতে কেন গরমিল?
সংরক্ষিত নারী কাউন্সিলর ফেরদৌসী বেগম বলেন, “কামাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দীর্ঘদিন থেকে টিসিবির পণ্য সরবরাহ হয়ে আসছিল। সেই ধারাবাহিকতায় এলাকাবাসী আজ সকাল থেকে পণ্য নেয়ার জন্য এখানে আসলে ট্রাক দেখতে না পেয়ে আমাকে জানায়। আমি স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘কামাড়পাড়া এলাকায় আর পণ্য দেয়া হবে না। কারণ জানতে চাইলে তিনি আমাকে কিছুই জানাননি।”
এ বিষয়ে জানতে স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান মিজুকে একাধিকরার কল করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে বিকেল পৌনে ৬টায় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা কার্ডধারী সবাইকে দ্রুতই টিসিবির পন্য দেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
]]>




