খেলা

ভোট বন্ধ করে চাপে নেই কমিশন: সিইসি

<![CDATA[

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধ করে নির্বাচন কমিশন (ইসি) কোনো চাপের মধ্যে নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (১৬ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় সিইসি বলেন, আগামী সব নির্বাচনে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করবে ইসি।

বুধবার (১২ অক্টোবর) ব্যাপক অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনী এলাকায় মোট এক হাজার ২৪২টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়। ১৪৫টি ভোটকেন্দ্রের ভেতরে দুটি করে ২৯০ এবং ৯৫২টি ভোটকক্ষের সবকটির ভেতরে (গোপন বুথ ছাড়া) সিসিটিভি স্থাপন করা হয়। সেই সিসিটিভির ফুটেজ দেখে নির্বাচনে ভোটগ্রহণে অনিয়ম দেখে বন্ধ ঘোষণা করা হয়।

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এরপর তফসিল অনুযায়ী শুরু হয় ভোটগ্রহণ। কিন্তু শুরুতেই বিভিন্ন অনিয়মের অভিযোগ আসতে থাকে ইসিতে। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৯ হাজার ৭৪৩ জন।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!