ভ্রাম্যমাণ আদালত পরিচয়ে কুড়িগ্রামে চাঁদাবাজি, আটক ৩
<![CDATA[
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় জনতার হাতে ৩ যুবক আটক হয়েছে। পরে তাদের থানায় সোপর্দ করা হয়। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটি শিমুলতলা বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় আরও দুই যুবক কৌশলে পালিয়ে যায়।
আটককৃতরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভেতরবন্দ এলাকার মনির উদ্দিনের ছেলে আব্দুল আজিজ (৩৫), উলিপুর উপজেলার পাঁচপীর যমুনা ডালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে সিরাজুল ইসলাম এবং অপরজন উলিপুর উপজেলার হলদীবাড়ী মোল্লাপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে মিঠু মিয়া (৩০)।
এদের মধ্যে আব্দুল আজিজ নিজেকে সিএনএন অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক এবং সিরাজুল ইসলাম নিজেকে শীর্ষ নিউজ ২৪ ডটকমের সাংবাদিক পরিচয় দেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে হত্যা মামলায় পিন্টুর ফাঁসি, নারীর যাবজ্জীবন
পলাতকরা হলেন- মোস্তাফিজুর রহমান বাবু ও আব্দুস ছালাম। দুই পলাতকসহ আটক যুবকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ফুলবাড়ী থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, আটক তিন যুবক মঙ্গলবার সন্ধ্যার দিকে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটি শিমুলতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত ও নিজেদের সাংবাদিক পরিচয়ে চায়ের দোকানে ও ওষুধের দোকানে যায়। তারা আশরাফ আলী নামের এক চায়ের দোকানদারের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকা নেয়। পরে ওই বাজারের মিলন মেডিকেল হল নামের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রয়েছে বলে ২০ হাজার টাকা ও একই বাজারের আয়েশা ফার্মেসিতে গিয়ে চাঁদা দাবি করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পরে আটকদের কাছে থাকা সাংবাদিকতার কার্ড ও কার্ডের তথ্য তদন্ত করে দেখা যায় তারা ভুয়া। এদের বিরুদ্ধে শনিবার (২৬ নভেম্বর) পার্শ্ববর্তী আরডিআরএস বাজারের মোক্তার ডাক্তারের ওষুধের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখিয়ে ৪০ হাজার টাকা চাঁদা গ্রহণের অভিযোগও রয়েছে বলেও জানান ওসি।
এরপর থানায় আসা ভুক্তভোগীদের দেয়া তথ্য ও আটকদের স্বীকারোক্তিতে আটক তিন জনসহ পলাতক দুইজন মিলে মোট পাঁচ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
]]>




