মতিঝিলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
<![CDATA[
রাজধানীর মতিঝিলে ট্রাকচাপায় প্রতাপ রেমা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রতাপ রেমার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার তারানগরের কেন্দুয়া বাজারে। তিনি পরিবার নিয়ে রাজধানীর সূত্রাপুরে ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মতিঝিলের বক চত্বরের কাছে মোটরসাইকেল আরোহীকে মুখোমুখি আঘাত করে পালিয়ে যায় কাঁচামাল বোঝাই একটি ট্রাক।
নিহতের স্বজনরা জানান, তেজগাঁওয়ে আদিবাসীদের একটি এনজিওতে চাকরি করতেন ৫৫ বছর বয়সী প্রতাপ রেমা। ওয়ানগালা উৎসব ঘিরে সারা দিন কর্মব্যস্ততা শেষে বাসায় ফিরছিলেন তিনি। পুলিশের মাধ্যমে জানতে পারেন মতিঝিলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রতাপ রেমা। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে বাবার মরদেহ দেখতে পাই।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত
এ ঘটনায় ঘাতক ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল ওয়ালটন মোড়ে ট্রাকচাপায় ওই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাচ্ছিল। পরে তেজগাঁও থানা পুলিশ ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকচালক পালিয়েছেন।
]]>