মন্দিরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাঁইভক্ত (ভিডিও)
<![CDATA[
মন্দিরে প্রার্থনা করার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রার্থনায় বসেই ওই ব্যক্তির মৃত্যুর কোলে ঢলে পড়ার দৃশ্য ধরা পড়েছে মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঘটনাটি ঘটে ভারতের মধ্যপ্রদেশের কাটনিতে। আর রোববার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম রাজেশ মেহানি এবং তিনি সাঁইভক্ত বলে জানা গেছে। বৃহস্পতিবার ঘটে যাওয়া ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মন্দিরে একটি মূর্তির ‘পরিক্রমা’ করছেন রাজেশ। পরে প্রার্থনা করতে বসেন তিনি। কিন্তু এরপর আর সেখান থেকে উঠতে পারেননি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৫ মিনিট ধরে বসে থাকার পরও রাজেশের কোনো সাড়া না পেয়ে ওই মন্দিরে আগত অন্যরা পুরোহিতকে ডাকেন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রাজেশকে মৃত ঘোষণা করা হয়। তিনি ‘সাইলেন্ট হার্ট অ্যাটাকে’ আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: সড়কেই চালকের হার্ট অ্যাটাকে মৃত্যু, নিভে গেল পথচারীর প্রাণ
স্থানীয়রা জানান, রাজেশ মেহানির একটি ওষুধের দোকান রয়েছে এবং প্রতি বৃহস্পতিবার তিনি মন্দিরে যেতেন।
এর আগে, শুক্রবার (২ ডিসেম্বর) ভারতের মধ্যপ্রদেশে চলন্ত বাসেই হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে এক চালকের। এর পরপরই নিয়ন্ত্রণহীন বাসটি সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারলে সেখানে এক পথচারীও মারা যান, আহত হন অনেকে। পরে উদ্ধারকারী দল আহতদের হাসপাতালে নিয়ে যায় এবং চালক হরদেব পালের মরদেহ উদ্ধার করে।
]]>




