ময়মনসিংহের খালগুলো এখন ময়লার ভাগাড়
<![CDATA[
ময়মনসিংহের খালগুলো ভরাট হয়ে যাওয়ায় দুর্গন্ধ ছড়ানো, মশার উপদ্রব, বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টিসহ দেখা দিয়েছে নানা সমস্যা। দূষণের ফলে খালের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। খালপাড়ের বাসিন্দা এবং সচেতন মহলের অভিযোগ, সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। তবে খালগুলোকে শিগগিরই খনন করার আশ্বাস সিটি মেয়রের।
ময়মনসিংহ নগরীর বুক চিরে বয়ে চলা মাকড়জানি খাল, কাটাখালি খাল, জেলখানা খাল ও আকুয়া খাল আজ অস্তিত্ব সঙ্কটে। বছরের বেশিরভাগ সময় ময়লা আবর্জনা এবং আগাছা দিয়ে ভরাট থাকে এই খালগুলো। এতে করে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। খালপাড়ের বাসিন্দাদের পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ।
আরও পড়ুন: পঞ্চগড়ের ৩৩ নদী যেন এখন মরা খাল
বাসিন্দারা বলছে, খালগুলোতে ময়লা জমে জমে ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। দুর্গন্ধে হাঁটা যায় না। এছাড়া মশার উপদ্রবে আমরা প্রায় অতিষ্ঠ। এখন তো শীতকাল, বর্ষায় রাস্তায় পানি উঠে যায়। খালগুলোর পাশে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা এ ভোগান্তি থেকে মুক্তি চাই।
খালগুলো অবিলম্বে খনন করে নাব্য ফিরিয়ে দেয়াসহ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার দাবি জেলা নাগরিক আন্দোলনের।
জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম বলেন, ‘এ পরিবেশে বাস করে মানুষ নানান রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষত মশাবাহী রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। খালগুলো খনন করা হলে মশার উপদ্রব, জলাবদ্ধতা ও চলমান সমস্যাগুলো থেকে মুক্ত হওয়া সম্ভব।’
আরও পড়ুন: বাগেরহাটের ৫৬ নদী-খাল অস্তিত্ব সংকটে
খাল সংস্কারে অতীতে পদক্ষেপ নেয়া হলেও করোনার কারণে তা বাধাগ্রস্ত হয়েছে জানিয়ে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘শিগগিরই সমস্যা সমাধানে পরামর্শ প্রতিষ্ঠানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর এ খালগুলোকে প্রশস্ত করা ও নতুন খালের সঙ্গে যুক্ত করার মতো নানা পদক্ষেপ নেয়া হবে। এগুলো করা গেলে আশা করি আমাদের নগরীর জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যা সমাধান করা সম্ভব।’
আরও পড়ুন: দখল-দূষণে অস্তিত্ব সংকটে লক্ষ্মীপুরের রহমতখালী খাল
ময়মনসিংহ শহরে ছোটবড় ১০টি খাল রয়েছে যার সবগুলোই দূষণের কবলে বিপর্যস্ত। ময়লার স্তুপ এবং পলি জমে ভরাট হয়ে যাওয়ায় খালগুলো হারিয়েছে তার নাব্যতা। এতে করে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব। এর ফলে ব্যাপক ভোগান্তিতে রয়েছেন খালপাড়ের বাসিন্দারা। তাই তাদের দাবি অচিরেই খালগুলো খনন করে এর প্রাণ ফিরিয়ে দেয়ার।
]]>




