খেলা

ময়মনসিংহে আমদানি-রফতানির নতুন দ্বার উন্মোচিত

<![CDATA[

ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দরে আনুষ্ঠানিকভাবে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আমদানি-রফতানির নতুন দ্বার উন্মোচিত হলো।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ভারতের মেঘালয় সীমান্তবর্তী চেকপোস্ট দিয়ে কয়লাবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

ময়মনসিংহের হালুয়াঘাটের কড়ইতলী-গোবরাকুড়া পূর্ণাঙ্গ স্থলবন্দর প্রতিষ্ঠার পর দুপুরে প্রথম ট্রাক প্রবেশ করায় করতালি দিয়ে স্বাগত জানান আমদানিকারকরা। তারা বলছেন, এর মধ্য দিয়ে দুদেশের ব্যবসা-বাণিজ্যে নতুন দ্বার উন্মোচিত হলো।

২৬ বছর ধরে এই দুটি বন্দর দিয়ে শুধু কয়লা আমদানি হলেও পূর্ণাঙ্গ বন্দর স্থাপনের পর নতুন নতুন পণ্য আমদানি ও রফতানি শুরু হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির নতুন গেজেট প্রকাশ

স্থলবন্দর দুটিতে স্থাপন করা হয়েছে ওজন স্কেল, যা পণ্য আমদানি-রফতানিতে আনবে স্বচ্ছতা। নতুন বন্দর দিয়ে পণ্য পরিবহন করে খুশি ভারতীয় ট্রাক চালকরাও।

গোবড়াকুড়া ও কড়ইতলী স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান সময় সংবাদকে জানান, নতুন বন্দর স্থাপিত হওয়ায় প্লাস্টিক, মেশিনারি, কৃষিপণ্যসহ নতুন নতুন পণ্য আমদানি-রফতানি শুরু হলে প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যের।

আরও পড়ুন: ‘আখাউড়া হবে আধুনিক স্থলবন্দর’

তবে ব্যবসা-বাণিজ্য আরও সহজ করার লক্ষ্যে বন্দরের পাশে একটি ব্যাংক স্থাপনের দাবি জানান কড়ইতলী কোল অ্যান্ড কোক ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ এম সুরুজ মিয়া। এ বন্দর দিয়ে দ্রুত ইমিগ্রেশন চালুরও দাবি তার।

প্রায় ৩০ একর জমির ওপর ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!