ময়মনসিংহে ঠান্ডাজনিত রোগের ঝুঁকিতে শিশুরা
<![CDATA[
শীত বাড়ার সঙ্গে সঙ্গে ময়মনসিংহের হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। বেড সংকটে বারান্দার মেঝেতেও নিতে হচ্ছে চিকিৎসা। তবে বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের যত্নে বাবা-মাকে আরও বেশি যত্নশীল ও সচেতন হতে হবে।
রোববার (৪ ডিসেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগ নিয়ে ৮০টি শিশু ভর্তি হয়েছে।
দুপুরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের শিশু ওয়ার্ডে সরেজমিন দেখা যায়, ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ফুলবাড়িয়া থেকে সাত মাসের এক শিশুকে নিয়ে ১০ দিন আগে স্থানীয় একটি হাসপাতালে যান তার বাবা-মা। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার শিশুটিকে ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে। শুরুতে শুধু সর্দি-জ্বর থাকলেও এক সপ্তাহের ব্যবধানে তা শ্বাসকষ্টে রূপ নেয়।
শিশুটির মা জানান, রাতের বেলায় অতিরিক্ত ঠান্ডায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার শিশুর।
জেলার বিভিন্ন উপজেলা থেকে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে দৈনিক গড়ে ১০টি শিশু ভর্তি হয় ময়মনসিংহ মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে। বেড সংকটে ওয়ার্ডের বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে।
আরও পড়ুন: টাঙ্গাইলে ঠান্ডাজনিত রোগে শিশুরাই বেশি আক্রান্ত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. বিশ্বজিৎ চৌধুরী বলেন, শুক্রবার শিশু ওয়ার্ডের দুই শিশুর মৃত্যু হয়েছে ঠান্ডাজনিত রোগে। তাই অভিভাবকদের প্রতি পরামর্শ, চলতি মৌসুমে নবজাতক ও শিশুদের বিশেষ যত্ন নিতে হবে।
শিশু ওয়ার্ডে ৬০টি শয্যা থাকলেও বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু।
]]>




