ময়মনসিংহে বিদ্যুতের তারে জড়িয়ে লাইনম্যানের মৃত্যু
<![CDATA[
ময়মনসিংহের মুক্তাগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুছ মিয়া (২৮) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বাঁশাটি ইউনিয়নের লাঙ্গুলিয়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ইউনুছ মিয়া ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ মুক্তাগাছা কার্যালয়ে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার নান্দিনা বানারপাড় এলাকায় এবং তিনি মৃত নওশের আলীর ছেলে।
পল্লী বিদ্যুৎ ময়মনসিংহ-১ কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বাঁশাটি ইউনিয়নের লাঙ্গুলিয়া সড়কের ভোটঘর সংলগ্ন গ্রামে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় অসাবধানতাবশত ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: রাজবাড়ীতে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল শিশুর
তবে ইউনুছ মিয়ার মৃত্যুর বিষয়ে পল্লী বিদ্যুতের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
ঘটনার সত্যতা স্বীকার করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, বিদ্যুতের খুঁটিতে কোনোপ্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায় ইউনুছ এবং বিদ্যুতায়িত হওয়ার পর কিছু সময় তারে ঝুলে ছিল। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে ইউনুছ মিয়ার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
]]>




