বাংলাদেশ

ময়মনসিংহে শেখ কামাল যুব গেমস শুরু

<![CDATA[

ময়মনসিংহে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের আন্তঃ উপজেলা পর্ব শুরু হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) সকালে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও ময়মনসিংহ ক্রীড়া সংস্থার উদ্যোগে গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান। 

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, বাংলাদেশে অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি নয়না চৌধূরী, ফুটবল এসোসিয়েশনের সভাপতি দোলোয়ার হোসেন, শওকত জাহান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ফুটবল খেলায় মুক্তাগাছা উপজেলাকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে ফুলবাড়িয়া উপজেলা। অন্যদিকে তারাকান্দা উপজেলাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয় সদর উপজেলা।

আরও পড়ুন: মৌলভীবাজারে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

গেমসে ফুটবল, ভলিবল ও কাবাডিসহ ১২টি খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৪ জানুয়ারি কাবাডি ও ৭ জানুয়ারি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সর্ববৃহৎ এ আসরে দেশের উদীয়মান তরুণ ও তরুণী ক্রীড়াবিদরা অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!