ময়মনসিংহ বিভাগে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
<![CDATA[
ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সাধারণ ও উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এসব নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন অধিকাংশ স্থানে।
জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভা ও দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছেন। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী সুরুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ৩৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঞ্জরুল ইসলাম মঞ্জু পেয়েছেন (জগ প্রতীক) ২ হাজার ৮৪৯ ভোট।
আর্দ্রা ও ফুলকোচা ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। হাজরাবাড়ী পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন চার জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাকসুদুল হাসান হাজারী ( নারিকেল গাছ) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬১১ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী সাইফুল ইসলাম ১ হাজার ৩৪৬ ভোট।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে নির্বাচনী সংঘর্ষে তিন যুবক গুলিবিদ্ধ
একই উপজেলার আর্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক রাফিকুল ইসলাম খোকা ৭ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রকিবুল ইসলাম চাঁন ৩ হাজার ৬৫৫ ভোট পেয়েছেন।
ফুলকোচা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুন (নৌকা প্রতীক) ৫ হাজার ৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. কামাল উদ্দিন ২ হাজার ৯৬৮ ভোট পেয়েছেন।
এছাড়া নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৩ হাজার ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ফখরুল ইসলাম খান হেভেন আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬১৭ ভোট।
]]>