মরক্কো ও ক্রোয়েশিয়ার একাদশে বড় পরিবর্তন
<![CDATA[
বিশ্বকাপের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি মরক্কো ও ক্রোয়েশিয়া। প্রথম একাদশে বড় পরিবর্তন এনেছে দুদলই।
আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছিল মরক্কো। তাদের স্বপ্নের দৌড় থামে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে। তাতে অবশ্য মরক্কোর কৃতিত্ব কমে যায় না। এবারের বিশ্বকাপে চমক, রূপকথার গল্প, ইতিহাস- সব তাদের নামে। বিশ্বকাপের শেষ ম্যাচেও মর্যাদার লড়াইয়েই নামবে। বিশ্বকাপে তৃতীয় স্থানও মরক্কোর কাছে বড় প্রাপ্তির হবে।
এবারের আসরে সেমিফাইনালের আগে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় মরক্কোর জালে বল পাঠাতে পারেনি। আগের পাঁচ ম্যাচ তারা গোল খেয়েছিল একটি। গ্রুপপর্বে কানাডার বিপক্ষে ওই গোলটি ছিল আত্মঘাতী।
অন্যদিকে, এই ম্যাচটা ক্রোয়েশিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ। শুধু তাদেরই নয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার অধিনায়ক লুকা মদ্রিচের বিশ্বকাপে এটিই শেষ ম্যাচ। তাই মরক্কোর বিপক্ষে এই ম্য়াচ জিতে মাথা উঁচু করে টুর্নামেন্ট শেষ করাই লক্ষ্য গতবারের রানার্সআপদের।
আরও পড়ুন: মেসিরা শিরোপা জিতলে ক্ষতি কোটি কোটি টাকা!
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে জয় রাঙাতে প্রথম একাদশে ৩ পরিবর্তন এনে মরক্কো। অন্যদিকে, ক্রোয়েশিয়ার একাদশে আনা হয়েছে ৫ পরিবর্তন।
মরক্কোর অধিনায়ক রোমেইন সাইস, নৌসাইর মাজরাউইন এবং ওনাহির পরিবর্তে প্রথম একাদশে রাখা হয়েছে আত্তিয়াত আল্লাহ, এল খানৌস এবং সাবিরিকে। আর ক্রোয়েশিয়ার জুরানোভিক, লভরেন, সোসা, ব্রোজোভিক এবং প্যাসালিকের পরিবর্তে নেয়া প্রথম একাদশে রাখা হয়েছে স্টানিসিক, সুতালো, ওরসিক, লিভাজা এবং মেজারকে।
মরক্কো একাদশ:
ইয়াসিন বুনো, আশরাফ হাকিমি, আশরাফ দারি, জাওয়াদ এল ইয়ামিক, ইয়াহিয়া আত্তিয়াত আল্লাহ, সোফিয়ান আমরাবাত, বিলাল এল খানৌস, হাকিম জিয়াচ, আবদেলহামিদ সাবিরি, সোফিয়ান বোফাল এবং ইউসেফ এন-নেসিরি।
আরও পড়ুন: মরক্কো নাকি ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে এগিয়ে কে
ক্রোয়েশিয়া একাদশ:
ডোমিনিক লিভাকোভিচ, জোসিপ স্ট্যানিসিক, বোসকো সুতালো, জোস্কো গভার্দিওল, ইভান পেরিসিক, লুকা মদ্রিচ, মাতেও কোভাসিক, লোভরো মেজার, আন্দ্রেজ ক্রামরিক, মিসলাভ ওরসিক এবং মার্কো লিভাজা।
]]>




