মরদেহ দেখে ফেরার পথে নারীর মৃত্যু
<![CDATA[
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আত্মীয়ের মরদেহ দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত রক্তচাপে (প্রেশার) স্ট্রোক করে চলন্ত ইজিবাইক (ভ্যান) থেকে পড়ে মনুজান (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তিরনই হাট দৌলতপাড়া এলাকায় বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে এ ঘটনাটি ঘটে।
মৃত মনুজান বাংলাবান্ধা ইউনিয়নের ধাইজান গ্রামের তহসিন আলীর স্ত্রী।
আরও পড়ুন: হৃদ্রোগ-স্ট্রোকের ঝুঁকি কতটুকু জানিয়ে দেবে চোখ
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মৃত্যুর বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে বলেন, দুপুরে মনুজান তার পরিবারের সদস্যদের সঙ্গে কালান্দিগছ এলাকায় তার মৃত আত্মীয়কে দেখতে যান। সেখানে তিনি কিছুটা অসুস্থ মনে করেন। পরে সন্ধ্যায় পরিবারের সঙ্গে ব্যাটারি চালিত ইজিবাইক (ভ্যান) করে বাড়িতে ফিরছিলেন।
আরও পড়ুন: স্ট্রোক বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ
‘দৌলতপাড়া এলাকায় পৌঁছালে অতিরিক্ত রক্তচাপের কারণে (প্রেশার) মাথা ঘুরে সড়কে পড়ে যান। দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
]]>




