বাংলাদেশ

মহাসড়কে নৌকা প্রার্থীর মিছিল, দীর্ঘ যানজট

<![CDATA[

সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের উপনির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে ব্যস্ততম মহাসড়কসহ বিভিন্ন শাখা সড়ক বন্ধ করে মিছিল ও শোডাউন করার অভিযোগ উঠেছে। এতে সড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কে কয়েক হাজার নেতাকর্মী শোডাউনে অংশ নেয়ায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ ছাড়া ঘোষবাগ, জিরাবো, চিত্রশাইল, জামগড়া এলাকার বিভিন্ন শাখা সড়কে শোডাউনের কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

জামগড়া এলাকার আলম মিয়া বলেন, বিকেলে হঠাৎ করে হাজার হাজার মানুষ নিয়ে মিছিল ঢোকে তাদের এলাকায়। এ সময় পুরো শাখা সড়কে হেঁটে মিছিল অতিক্রম করারও কোনো অবস্থা ছিল না। রিকশা-ভ্যানগুলোও কোনোরকমে সড়কের পাশে দাঁড় করিয়ে রেখেছিল। সড়কে এত মানুষ নিয়ে মিছিল করার কী আছে? জনপ্রিয়তা থাকলে মানুষ তো ভোট দেবেই। এভাবে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে মানুষকে কষ্ট দেয়ার অর্থ কী?

আরও পড়ুন: রসিক নির্বাচন: ভুয়া প্রিসাইডিং অফিসার আটক

এ বিষয়ে ইয়ারপুর উপনির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মুসাকে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। এসএমএস পাঠিয়েও কোনো সাড়া মেলেনি তার।

নৌকার মিছিলে অংশ নেয়া ইয়ারপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার হালিম মৃধা বলেন, ‘একবারে জামগড়া হইয়া ঘোষবাগ পর্যন্ত। টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের প্রায় দেড় কিলোমিটার রাস্তায় মিছিল হইছে। হাজার দশেক নেতাকর্মী ছিল। সবাই তো এরকম করে, ভাই। অন্য প্রার্থীরাও তো এরকম করছে। একটু জায়গা তো ইউজ করে নামতে হয়। সরকার মার্কেট থেকে জামগড়া পর্যন্ত জাস্ট এতটুকু রাস্তা ইউজ করা হইছে। যানজট হওয়ার আগেই ফ্যান্টাসি কিংডমের পাশ দিয়ে ঢুকে গেছি।’

সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘সড়ক আটকে মিছিল কিংবা শোডাউন আচরণবিধি লঙ্ঘনের শামিল। আমি বিষয়টা জানি না, দেখছি।’

প্রসঙ্গত, প্রায় এক বছর দায়িত্ব পালনের পর মারা যান সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূঁইয়া। এরপর নৌকা প্রতীকের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তার ছেলে ও আশুলিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভূইয়া।

আগামী ২৯ ডিসেম্বর এ ইউনিয়নের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন মুসার সঙ্গে পাঁচজন স্বতন্ত্রসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!