মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
<![CDATA[
মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়া আরও একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার( ২৯ সেপ্টেম্বর) রাত ১০ টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন , সোনপুর গ্রামের আশরাফ বিশ্বাসের ছেলে সাজিদ বিশ্বাস , জাগলার তুষার শেখের ছেলে জিসান শেখ। আহত একই গ্রামের রাজু।
হাইওয়ে পুলিশ ও নিহতদের পরিবার জানায়, তিন বন্ধু মিলে রাত ১০টার দিকে একটি মোটর সাইকেল যোগে শালিখা উপজেলার সীমাখালী এলাকা থেকে দাওয়াত খেয়ে ফিরছিলো।
আসার পথে যশোর – মাগুরা সড়কের শালিখার ছয়ঘরিয়া এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সাথে মুখোমুখি ধাক্কা লাগে । ঘটনাস্থলেই সাজিদ মারা যায় ।
আরও পড়ুন: বগুড়ায়-বাস-উল্টে-২-যাত্রী-নিহত
জিসানকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। অপর বন্ধু রাজুকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি কেরা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, রাজুর অবস্থা গুরুতর। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
]]>




