মাছের ঘেরে ৮ ফুটের কুমির!
<![CDATA[
শরীয়তপুরে একটি মাছের ঘের থেকে ৮ ফুটের একটি কুমির উদ্ধার করেছেন স্থানীয়রা।
সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে গোসাইরহাট উপজেলার আলওয়ালপুর ইউনিয়নের পাজালকান্দি গ্ৰামের খলিল কাজির মাছের ঘের থেকে ওই কুমিরটি উদ্ধার করা হয়।
এদিকে মাছের ঘের থেকে বিশাল আকৃতির কুমিরটি উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কুমিরটি কোথা থেকে কী করে এল, তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল থেকে কুমির আটকের বিষয়টি ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষ ভিড় করছে কুমিরটি দেখার জন্য।
আলাওয়ালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওসমান বেপারি বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পদ্মায় জেলের জালে ধরা পড়ল কুমির!
তিনি জানান, বিকেলে খলিল কাজির মাছের ঘেরে মাটিতে বড় আকৃতির একটি গর্ত দেখতে পান শ্রমিকরা। বিষয়টি সন্দেহ হলে গর্তের দিকে নজর রাখেন তারা। দীর্ঘক্ষণ কিছু না দেখতে পেয়ে গর্তের মুখে মোটা রশি দিয়ে ফাঁদ পাতেন শ্রমিকরা।
রাত ৮টার দিকে গর্তের ফাঁদে বিশাল আকৃতির ওই কুমিরটি আটকা পড়েন। পরে ইউনিয়ন পরিষদের লোকজনকে খবর দেন শ্রমিক ও স্থানীয়রা।
পরে এ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। উপজেলা প্রশাসন বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের জানায়। রাতে কুমিরটি ওই স্থানেই আটকে রাখেন স্থানীয়রা। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
পাজাকান্দি সমবায় সমিতির সভাপতি লিটন পাজাল বলেন, আমরা গ্ৰামবাসী এখন আতঙ্কে আছি। আমাদের বাড়ির পাশে ছোট একটি নদী। এই নদীপথে ভেসে কুমিরটি এখানে এসে থাকতে পারে। এই ধরনের কুমির সাধারণত খুলনা বাগেরহাট এলাকায় দেখা যায়।
]]>




