মাঠে নামছে ইংল্যান্ডের তিন জায়ান্ট ক্লাব
<![CDATA[
ইংলিশ প্রিমিয়ার লিগে মলিন্যাক্স স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে উলভারহ্যাম্পটন। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এদিকে ইতিহাদ স্টেডিয়াম মাতাতে এভারটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আর টেবিল টপার আর্সেনালের বিপক্ষে রাত ১১টা ৩০ মিনিটে মাঠে নামবে ব্রাইটন।
এক মাসের দীর্ঘ বিরতি কাটাল ক্লাবগুলো। বিশ্বকাপের ডামাডোল শেষ হতে না হতেই মাঠে নেমে গেছে ক্লাবের ফুটবলাররা। সবার আগে মাঠে নামার দৌড়ে এগিয়ে আছে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল)। এরপর সিরি আ ও তারপরই মাঠে নেমেছে ইপিএল।
আরও পড়ুন: নটিংহ্যামকে হারিয়ে সেরা চারের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
আন্তর্জাতিক বিরতি কাটিয়ে দ্বিতীয়বারের মতো মাঠে নামতে যাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে এভারটনকে আতিথ্য দেবে সিটিজেনরা। পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত বেশ আধিপত্য বিস্তার করে রেখেছে গার্দিওলা শিষ্যরা। এখন পর্যন্ত খেলা ১৫ ম্যাচে ১১ জয় আছে সিটিজেনদের। দুটি ম্যাচে ড্র ও দুই ম্যাচ হেরে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান হল্যান্ড-আলভারেজদের।
এদিকে দলে আছে দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হল্যান্ড, হুলিয়ান আলভারেজদের মতো তারকা ফুটবলাররাও। গেল দু’বছরে দু’দলের মুখোমুখি অবস্থানে খেলা ৬ ম্যাচের ছয়টিতেই জয় আছে গার্দিওলা শিষ্যদের। তাই ইতিহাস কথা বলছে সিটিজেনদের পক্ষেই।
শনিবার মাঠ মাতাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে উলভারহ্যাম্পটনের। ঘরের মাঠে রেড ডেভিলদের আতিথ্য দিয়ে নিশ্চয়ই জয় তুলে নিতে চাইবে দ্য ওয়ান্ডার্স। তবে ছেড়ে কথা বলবে না এরিক টেন হ্যাগ বাহিনী। ইপিএলে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ৭টিতে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। তবে, ১৬ ম্যাচ খেলে মাত্র ৩ জয় নিয়ে টেবিলের ১৮তম স্থানে আছে উলভারহ্যাম্পটন। প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রেড ডেভিলরা।
আরও পড়ুন: হল্যান্ডের জোড়া গোলে সহজ জয় পেল ম্যানসিটি
এ ছাড়া টেবিল টপার আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে ব্রাইটন। বিশ্বকাপের পর তড়িঘড়ি করে মাঠে নেমেও ফুটবলাররা দমে যায়নি একটুও। ১৫টি ম্যাচ খেলে ১৩টিতেই জয় আছে গানারদের। ১ ড্র ও এক হার নিয়ে পয়েন্ট টেবিলে আধিপত্য বিস্তার করে আছে আর্তেতার দল।
তবে প্রতিপক্ষের বিপক্ষে বিগত ইতিহাস বেশ একটা ভালো না আর্সেনালের। গেলো দুই বছরে ৬ বারের দেখায় ৩টিতেই জয় আছে ব্রাইটনের। দুটিতে জয় পেয়েছে গানাররা। তবে, ইপিএলে নিজেদের আধিপত্য আর দুর্দান্ত ফর্মে জয় নিয়েই মাঠ ছাড়ার প্রত্যয় মিকেল আর্তেতা বাহিনীর।
]]>