মাঠে নামার আগে দুঃসংবাদ ইংলিশ শিবিরে
<![CDATA[
ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে। পেশির চোটের কারণে একাদশে থাকার সম্ভাবনা ক্ষীণ চলতি আসরে সেরা ছন্দে থাকা পেসার মার্ক উডের। তার বদলি হিসেবে রোহিতদের বিপক্ষে খেলতে পারেন ক্রিস জর্ডান। শঙ্কা আছে ব্যাটার দাউইদ মালানকে নিয়েও।
ক্রিকেটবিষয়ক সাইট ইএসপিএনক্রিকইনফো জানাচ্ছে, চোটের কারণে অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের দুটি অনুশীলন সেশনে উড নিজেকে খুব একটা ঝালিয়ে নিতে পারেননি। পেশিতে চাপ অনুভব করায় বোলিংয়ে তিনি কম সময় দিয়েছেন বলে জানানো হয়েছে ইংল্যান্ডের পক্ষ থেকে।
ফলে ভারতের বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। এবারের বিশ্বকাপে ইংলিশদের বোলিং ইউনিটের মূল চালক ছিলেন উড। চলতি আসরে তিনি গতির ঝড় তুলে দেখিয়েছেন চমক। আসরে ধারাবাহিকভাবে উড ঘণ্টাপ্রতি বল করেছেন ১৪৫ কিমি গতিতে। ৭.৭১ ইকোনমিতে ৪ ম্যাচে তার শিকার ৯ উইকেট। উইকেটশূন্য ছিলেন না কোনো ম্যাচে। তার অনুপস্থিতি দলের জন্য বড় দুঃসংবাদই। শঙ্কা আছে দাউইদ মালানকে নিয়েও। তবে চোট খুব বেশি মারাত্মক না হওয়ায় ভারতের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনাই বেশি।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ফাইনাল চান না বাটলার
এ দুজনের ফিটনেস নিয়ে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘গত ম্যাচে সামান্য চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন মালান। উডের চোটটাও খুব বেশি মারাত্মক নয়। আমরা দেখি, তারা কতটা ফিট হয়ে উঠতে পারেন। আমরা মেডিকেল টিমকে বিশ্বাস করি। আমরা উড ও মালানকেও বিশ্বাস করি এবং আমরা তাদের যতটা সম্ভব সময় দেব।’
এদিকে উডের বদলি হিসেবে ইংলিশ শিবিরে ফিরতে পারেন ক্রিস জর্ডান। আসরে এখন পর্যন্ত মাঠে নামা হয়নি তার। ইনজুরি থেকে ফিরে গত মাসে তিনি মাত্র একটি ম্যাচ খেলেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের সে ম্যাচে ৩ ওভার করে তিনি দিয়েছিলেন ৩৯ রান। তবে অ্যাডিলেডের মাঠে বেশ অভিজ্ঞ এ অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ বেশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলায় ভেন্যু সম্পর্কে ভালোই জ্ঞান আছে তার। এ মাঠে চার ম্যাচ খেলে ৯.১৪ ইকোনমিতে ৭ উইকেট শিকার করেছেন এ পেসার। তাছাড়া শর্ট স্কোয়ার বাউন্ডারির এ মাঠে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বেশ কার্যকর ভূমিকা রাখতে পারবেন তিনি।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে ভারতের একাদশে থাকছেন কারা?
অন্যদিকে মালান যদি শেষ পর্যন্ত মাঠে নামতে না পারেন, তাহলে তার বদলি হিসেবে একাদশে ফিরবে ফিল সল্ট। চলতি বিশ্বকাপে নিজেকের প্রমাণ করার এখনো কোনো সুযোগ পাননি সল্ট। গত সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে ৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। তা ছাড়া বিগ বেশে খেলায় অস্ট্রেলিয়ার পিচ সম্পর্কে ভালো ধারণাও আছে তার। ক্রিকইনফো জানাচ্ছে, অ্যাডিলেডে ১৬ ইনিংসে ১৪৭.৬০ স্ট্রাইকরেটে তার গড় রান ২৬.৬৬।
]]>




