এশিয়ান গেমসে নারীদের ক্রিকেটে বৃষ্টি বিভ্রাট যেন শেষই হচ্ছে না। বৃষ্টির কারণে আগের দিন কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভেস্তে গেছে বাংলাদেশ-হংকং ম্যাচ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে সেমিফাইনালে উঠেছে নিগার সুলতানার দল।
হাংঝুতে তুমুল বৃষ্টির সুবিধা পেয়েছে বাংলাদেশ। টানা বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মাঠে না নেমেই সেমিফাইনালে উঠে গেছে টাইগ্রেসরা। সেমির লড়াইয়ে নিগারদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
শুক্রবার বাংলাদেশ-হংকং কোয়ার্টার ফাইনালের একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে হয়নি টসও। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল হিসেবে সেমিতে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশের সেমিফাইনাল প্রতিপক্ষ ভারতও অবশ্য না জিতেই সেমিফাইনালে উঠেছে। বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে তাদের ম্যাচটাও পরিত্যক্ত হয়েছে। তবে জয় না পেলেও ব্যাটিংটা ভালোভাবেই ঝালাই করার সুযোগ পেয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলটি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১৫ ওভার ব্যাটিং করেছে ভারত। তাতে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে স্মৃতি মান্ধানার দল। ফিফটির দেখা পেয়েছেন শেফালী ভার্মা। ৩৯ বলে ৬৭ রান করেছেন তিনি। এছাড়া রানের দেখা পেয়েছেন জেমিমাহ রদ্রিগেজ এবং স্মৃতি মান্ধানাও।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে আচরণবিধি লঙ্ঘন করায় সেমিফাইনালে নিয়মিত অধিনায়ক হারমানপ্রীত করকে পাবে না ভারত। তবে তাকে ছাড়াই শক্তির বিচারে অনেকটা এগিয়ে ভারতীয়রা। বাংলাদেশ অবশ্য কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে অতীত থেকে, টি-টোয়েন্টি ফরম্যাটে দুদলের শেষ ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশের নারীরা। এছাড়া ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজও ড্র করেছে নিগার সুলতানার দল।