মাঠে নেইমার
<![CDATA[
সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিল ফুটবলের পোস্টারবয় নেইমার জুনিয়র। গোড়ালির ইনজুরির কারণে গ্রুপ পর্ব থেকে ছিটকে যান তিনি, খেলতে পারেননি সুইজারল্যান্ডের বিপক্ষেও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও তাকে পাচ্ছে না ব্রাজিল। কিন্তু খেলা দেখতে ঠিকই মাঠে এসেছেন তিনি।
খেলা দেখতে মাঠে এসে নিজ দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন নেইমার। তাকে হাসি-ঠাট্টা করতেও দেখা যায় এদিন। এক ম্যাচে হাতে রেখে নকআউট নিশ্চিত করে ফেলা ব্রাজিলের যে প্রতিচ্ছবি, সেটা যেন নেইমারের চোখেমুখেও ভেসে উঠে।
আরও পড়ুন: নেইমারকে নিয়ে মুখ খুললেন বাবা
নেইমার ইনজুরিতে পড়লেও সুইজারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে তার দল। আশা করা হচ্ছে ক্যামেরুনের বিপক্ষেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা জিতবে হেসেখেলে। এ ম্যাচে অবশ্য একাধিক পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে ব্রাজিল। একাদশে এসেছে ৯টি পরিবর্তন।
গ্রুপ পর্বে আগের দুই ম্যাচে ব্রাজিলের গোলপোস্ট সামলিয়েছিলেন অ্যালিসন বেকার। এই ম্যাচে তার জায়গায় খেলছেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন। রক্ষণভাগে এডার মিলিতাও ছাড়া সব স্থানে পরিবর্তন এসেছে। সুযোগ পেয়েছেন দানি আলভেস, গ্রেমার ও আলেক্স টেলেস।
আগের ম্যাচে ব্রাজিলের একাদশে ছিলেন ফ্রেড। এই ম্যাচেও শুরুর একাদশেও জায়গা পেয়েছেন তিনি। তার সঙ্গে ক্যাসেমিরোর পরিবর্তে খেলছেন ফ্যাবিনহো। ক্যাসেমিরো আগের ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন।
আরও পড়ুন: মেসিদের হারিয়ে নেইমারদের সঙ্গে খেলতে চায় অস্ট্রেলিয়া
আক্রমণভাগের সবাই পরিবর্তিত খেলোয়াড়। রিচার্লিসনের পরিবর্তে খেলছেন গ্যাব্রিয়েল জেসুস। এছাড়া একাদশে আছেন রদ্রিগো, অ্যান্টোনি ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
]]>