মাদক পাচারের অভিযোগে গ্রেফতার ২
<![CDATA[
অভিনব কায়দায় পাউরুটির মধ্যে ও পায়ুপথে মাদক পাচারের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা দক্ষিণ বাসুদেবপুরে অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয়।
এরা হলেন: গোদাগাড়ী থানার মাটিকাটা এলাকার সিরাজুল ইসলামের মেয়ে রীমা বেগম (৩৫) ও একই এলাকার একরামুলের ছেলে আজহারুল ইসলাম (২৬)।
আরও পড়ুন: ফরিদপুরে ৫২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি
শনিবার (১৭ সেপ্টেম্বর) র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানা দক্ষিণ বাসুদেবপুর নামক স্থানে একটি অটোরিকসা থামিয়ে যাত্রীদের তল্লাশি করে। এ সময় রীমার হাতে থাকা লাল রংয়ের শপিং ব্যাগের ভেতর পাউরুটির মধ্যে অভিনব কায়দায় রাখা ১০০গ্রাম হেরোইন জব্দ করে। অপর আসামি আজহারুলকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে পায়ুপথে বিশেষ কায়দায় হেরোইন লুকানো আছে।
পরে তাকে হাসপাতালে নেয়ার পথে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়ার আশ্রয়ন প্রকল্প আমবাগানের কাছে পৌঁছালে পায়ুপথে বিশেষ কায়দায় কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩০গ্রাম হেরোইন বের করে দেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
]]>




