মাদক বিক্রির প্রতিবাদ করায় প্রাণ গেল মামুনের
<![CDATA[
মাদক সেবন ও বিক্রিতে বাধা দেয়ায় ও প্রতিবাদ করায় শরীয়তপুরের নড়িয়া পৌরসভার সাবেক স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মামুন খানকে হত্যা করা হয়েছে। আর এ ঘটনায় অভিযোগের তীর উঠেছে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগ এর সহ-সম্পাদক মোখলেছ ব্যাপারীর বিরুদ্ধে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নড়িয়া পৌরসভা এলাকা থেকে বাড়িতে যাওয়ার পথে নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মামুন নড়িয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের বারুইপাড়া গ্রামের সালাম খানের ছেলে।
জানা যায়, মোকলেস ব্যাপারীর নির্দেশে ৮ থেকে ১০ জনের একটি দল নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মামুনের পথ আটকে দেয়। পড়ে তারা মামুনের উপরে অতর্কিত হামলা চালায়। এ সময় মামুনকে অস্ত্র, ছুরি ও হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থানেই লুটিয়ে পড়ে মামুন। পড়ে স্থানীয়রা মামুনকে মুলফৎগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
আরও পড়ুন: কিশোরকে গলা কেটে হত্যায় ২ ভাইয়ের যাবজ্জীবন
সেখানে নিয়ে আসার পরে রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসকরা মামুনকে মৃত বলে ঘোষণা করেন।
মামুনের স্বজনেরা জানায়, মোখলেছ বেপারী ও তার সঙ্গীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এদিকে বিভিন্ন সময়ে মাদকবিরোধী আন্দোলন করেছে মামুন এবং মোখলেসদের বিরুদ্ধেও কথা বলেছে। সেই ক্ষোভে মোকলেছ এমন ঘটনা ঘটিয়েছে।
যদিও এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি।
]]>




