মাদারীপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১০
<![CDATA[
মাদারীপুরে বিরোধপূর্ণ জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে মাদারীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মধ্য খাগদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মধ্যখাগদি এলাকার শান্তিরঞ্জন দাসের ছেলে বাসুদেব দাস (৪৫), পাপ্পু দাসের তিন ছেলে তপন দাস (৩০), রতন দাস (৩৫), স্বপন দাস (৩২), জুরান বালার ছেলে নারায়ন বালা (৪২), তার স্ত্রী মায়া বালা (৩৫), রনজিত দাসের স্ত্রী পাপড়ী দাস (২০) ও মৃত শান্তিরঞ্জন দাসের ছেলে রঞ্জিত দাস (৩৫)।
পুলিশ জানায়, মধ্যখাগদী এলাকার মৃত শান্তিরঞ্জন দাসের দুই স্ত্রী। দুই স্ত্রীর সন্তানদের মধ্যে ওই এলাকায় একটি জমি নিয়ে বিরোধ চলছিল। শান্তিরঞ্জন দাসের প্রথম স্ত্রীর ছেলে দুলাল দাস ওই জমির বিভিন্ন প্রজাতির গাছ নারায়ণ বালা নামে এক আত্মীয়ের কাছে বিক্রি করেন। সকালে সেই গাছ নারায়ণ বালা কাটতে গেলে শান্তি দাসের ছোট স্ত্রীর ছেলে বাসুদেব দাসের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে আহত ৩০, আটক ১৪
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ বলেন, মারামারির ঘটনায় আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
]]>