মাদারীপুরে চেয়ারম্যান পদে মুনীর চৌধুরী নির্বাচিত
<![CDATA[
মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীর মুনীর চৌধুরী নির্বাচিত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ড. রহিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-০১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরীর চাচাতো ভাই। তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। এছাড়া এরআগে উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মুনীর চৌধুরী ও শিবচর উপজেলা সাধারণ সদস্য পদে ইলিয়াস হোসেন নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: জামালপুর-চেয়ারম্যান-পদে-বাকী-বিল্লাহ্-নির্বাচিত
ড. রহিমা খাতুন জানান, ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্ব-স্ব উপজেলা চত্বরে ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভোট দিবেন তাদের পছন্দের প্রার্থীকে।
]]>