মাদারীপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা ২৫০ ছাড়িয়েছে
<![CDATA[
মাদারীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন রোগী। এদের মধ্যে রাজৈর উপজেলারই ১৩ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ২৫০ জন এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরই মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২২৫ জন। এ ছাড়া ভর্তি আছেন ২৩ জন। আক্রান্তদের অধিকাংশই রাজধানী ঢাকা থেকে এ রোগের নমুনা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাদের মধ্যে কেউ রাজধানীতে কর্মরত অবস্থায়, আবার কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন। পরে নিজ জেলায় ফিরে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
আরও পড়ুন: ডেঙ্গু বাড়ছে, বেশি আক্রান্ত শিশুরা
এদিকে এ রোগের উপসর্গ দেখা দিলে ভয় আর আতঙ্ক নয়, তাৎক্ষণিক হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নেয়ার কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা।
জেলার ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়ার জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। রোগীদের সার্বক্ষণিক চিকিৎসকের নজরদারিতে রাখা হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গু: প্রতিরোধের এখনই সময়
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাদারীপুরের লক্ষ্মীপুরের বাসিন্দা মো. রাকিব হোসেন বলেন, ‘তিন দিন আগে শরীরজুড়ে ব্যথা অনুভব করি। পরে বাড়িতে চলে আসি। একপর্যায়ে বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হই।’
আরও পড়ুন: সাধারণ জ্বর না কি ডেঙ্গু, বুঝবেন কীভাবে?
মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান বলেন, মাদারীপুর জেলায় ভর্তি হওয়া রোগীর মধ্যে অধিকাংশই রাজধানী ঢাকাফেরত। যে হারে রোগী বাড়ছে, তাতে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এই মুহূর্তে সবার সচেতন হওয়া জরুরি। বাসাবাড়ি ও আঙিনায় ডেঙ্গুর উপসর্গ যাতে না হয়–এ ব্যাপারে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা জরুরি।
]]>




