খেলা

মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আটক ১

<![CDATA[

মাদারীপুরে ড্রেজার ব্যবসার দ্বন্দ্বে জামাল হাওলাদার (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগে পারেভজ খাঁ নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শহরের দরগাশরিফ এলাকায় এ ঘটনা ঘটে। আহত জামাল হাওলাদার সদর উপজেলার মহিষেরচর গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে ও চৌরাস্তা এলাকার কাঁচামাল ব্যবসায়ী। এদিকে অভিযুক্ত পারভেজ খাঁ ও শাওন খাঁ শহরের রকেটবিড়ি এলাকার আনু খাঁ-র ছেলে।

আরও পড়ুন: চাঁদপুরে অস্ত্রসহ ১৩ ডাকাত গ্রেফতার

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের আড়িয়াল খাঁ নদে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে পারভেজ খাঁ ও তার ছোট ভাই শাওন খাঁ। শনিবার রাতে কে বা কারা তাদের ড্রেজারের কয়েকটি পাইপ ভেঙে ফেলে। এরই জেরে সকালে শহরের চৌরাস্তা থেকে পুরানবাজারে ভ্যানযোগে মালামাল আনতে যাওয়ার সময় দরগাশরিফ এলাকায় পারভেজ ও শাওনের লোকজন জামালের ওপর অতর্কিত হামলা চালায়। 

এ সময় জামালের দুই হাতের রগ কেটে ফেলা হয়। ব্যবসায়ীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় জামালকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে পাঠানো হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশ। আটক করা হয় একজনকে। পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ তুলে এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজনরা।

আরও পড়ুন: তিন ব্যবসায়ীকে কুপিয়ে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

আহত জামালের স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এ ঘটনার বিচার দাবি করছি।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধ বালু উত্তোলন করে আসছে পারভেজ ও শাওন। তাদের ড্রেজারের পাইপ ভেঙে ফেলার জেরেই রোববার সকালে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, অভিযোগ দিলে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!