বিনোদন

মাদারীপুরে শীর্ষ সন্ত্রাসীসহ দুজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

<![CDATA[

মাদারীপুরে চুরি, ডাকাতি, মাদক, ছিনতাইসহ একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রুবেল মাতুব্বরসহ দুজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের পুরানবাজারের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মোবারেক মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর (৩২) ও চরনাচনা গ্রামের হায়দার আকনের ছেলে রুবেল আকন। আহত রুবেল মাতুব্বর চুরি, ডাকাতি, মাদক, ছিনতাইসহ একাধিক মামলার আসামি। অপরদিকে রুবেল আকন শহরের পুরানবাজার এলাকার কাঁচামাল ব্যবসায়ী।

স্বজনদের অভিযোগ, মাদারীপুর শহরের কাঠপট্টিতে সড়কের পাশের একটি দোকানে হালিম খাচ্ছিল পূর্ব রাস্তি এলাকার রুবেল মাতুব্বর। রোববার রাত ৮টার দিকে মুখোশ পরে একদল দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। বাঁধা দিলে গেলে পাশে থাকা কাঁচামাল ব্যবসায়ী রুবেল আকনকেও কোপাতে থাকে দুর্বৃত্তরা। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রুবেল মাতুব্বরকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

আরও পড়ুন: যুব মহিলা লীগ সভাপতির নেতৃত্বে বাড়ি দখলের অভিযোগ

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিদ আরেফিন জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে হামলার ঘটনায় বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চলছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!