মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু
<![CDATA[
মাদারীপুরের শিবচর থেকে আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত বজলুর রহমান নামের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বজলুর রহমান মাদারীপুরের শিবচরের ভদ্রাসন ইউনিয়নের আব্দুল মান্নান বেপারীর ছেলে। তিনি ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: সম্মেলনে যাওয়ার পথে মাওয়া রোডে দুর্ঘটনা, আহত ৫ নেতা
শনিবার সকাল দশটার দিকে প্রাইভেটকার যোগে ঢাকা আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছিলেন শিবচরের ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা। যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় টোল দেবার সময় পেছন থেকে দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস প্রাইভেটকারকে চাপা দিলে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। এ সময় আহত হন শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান (৪০), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন (৪৫), আ.লীগের নেতা বিপ্লব (৩৫), আকাশ মালো(৩৫) সহ ৫ জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় বজলুর রহমানের মৃত্যু হয়।
মাদারীপুরের শিবচর উপজেলা যুবলীগের দফতর সম্পাদক আজিজুল হক গৌড়া বলেন, ‘সন্ধ্যায় আমরা তার মৃত্যুর সংবাদ পাই। গুরুতর আহত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’
]]>