মাধ্যমিকে ভর্তির লটারি অনুষ্ঠিত, যেভাবে জানবেন ফলাফল
<![CDATA[
ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবার ২০২৩ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ে দেশের ৫৪০টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ১ লাখ ৭ হাজার ৮৯০টি আসনের বিপরীতে ৬ লাখ ৩২ হাজার ৯০৩টি আবেদন জমা পড়েছিল।
বিকেল ৪টার দিকে শিক্ষামন্ত্রীর উদ্বোধনের পর ফলাফল সার্ভারে আপলোড করা শুরু হয়, যা শেষ হয় বিকেল পৌনে পাঁচটায়।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, কেউ বাদ পড়বে না। সবাই ভর্তি হওয়ার সুযোগ পাবে। তবে সবাই হয় তো পছন্দের বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে না।
আরও পড়ুন: সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি দুপুর ২টায়
শিক্ষার্থীদের ইউনিক আইডি দেয়ার কাজ এগিয়ে চলছে জানিয়ে দীপু মনি বলেন, এটি শেষ হলে শিক্ষা জীবনের শুরু থেকেই নির্দিষ্ট একটা পরিচিতি পাবে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, আসন অনুযায়ী ১০০ শিক্ষার্থীর তালিকা দেয়া হয়েছে। এ ছাড়া অপেক্ষমাণ তালিকায় আরও ১০০ জনকে রাখা হয়েছে।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেন, লটারির ফলে শিক্ষা প্রতিষ্ঠানে মেধার সমতা নিশ্চিত হবে। সেই সঙ্গে কোচিং ও তদবির বাণিজ্য বন্ধ হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো বিদ্যালয়ে সুযোগ পাওয়াই বড় কথা নয়; বরং মনোযোগ সহকারে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করাই সফলতা।
আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা
এ ছাড়া মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেসরকারি বিদ্যালয়ের ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই অনুষ্ঠিত হবে।
যেভাবে জানা যাবে ভর্তি সংক্রান্ত ফলাফল:
দুটি পদ্ধতি ব্যবহার করে ভর্তি সংক্রান্ত ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
পদ্ধতি-১: মোবাইলে
যে কোনো টেলিটক মোবাইল নাম্বার থেকে নিচের ফরমেট এ ১৬২২২ নাম্বারে SMS করুন:
SMS Format: GSA<space> RESULT <space> USERID
পদ্ধতি-২: অনলাইনে ফলাফল পেতে নিচের ওয়েব সাইটে ব্রাউজ করুন-
Website: https://gsa.teletalk.com.bd
]]>




