মানসম্মত না হলে বঙ্গবন্ধুর বায়োপিক কানে প্রদর্শিত হলো কীভাবে?
<![CDATA[
জাতির পিতা বঙ্গবন্ধুর বায়োপিক যতটুকু দেখেছি ভালো লেগেছে। এটা একটা সিনেমা। সিনেমাটির ট্রেলারটি যদি মানসম্মত না হতো তাহলে কীভাবে সেটা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে প্রতিবেশী দেশ ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে অনেকদিন শুটিং বন্ধ ছিল। সিনেমাটির বেশিরভাগ অংশই ঢাকায় শুটিং হওয়ার কথা ছিল। এখন সিনেমাটির শেষ পর্যায়ের এডিটিং চলছে।
তিনি বলেন, সিনেমাটির ট্রেলার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এটা যদি মানসম্মত না হতো তাহলে কখনোই কান উৎসবে প্রদর্শিত হতো না। তারা এটাকে গ্রহণ করতো না। কান ফেস্টিভ্যাল যা তা গ্রহণ করে না।
আরও পড়ুন: অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘রোহিঙ্গা’
প্রধানমন্ত্রী আরও বলেন, আমার যেটা মনে হয়েছে, ৭ মার্চের ভাষণে জাতির পিতাকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত, সেটা সিনেমায় হয়তো অভিনয়ের মাধ্যমে গ্রহণ করতে বা দেখতে অনেকের কিছুটা কষ্ট হচ্ছে। এটাই প্রধান কারণ। এটা যেহেতু সিনেমা, তাই কাউকে না কাউকে তো অবশ্যই অভিনয় করে দেখাতে হবে। তবে আমার কাছে সবার অভিনয় ভালো লেগেছে।
শেখ হাসিনা বলেন, কানে প্রদর্শিত হওয়ার আগেই আমি ট্রেলারটি দেখেছি। আমি নিজেও কিছু সংশোধনী দিয়েছিলাম। সেভাবেই ওটা পরে ঠিক করা হয়েছে। সিনেমাকে সিনেমা হিসেবেই দেখতে হবে। যারা অভিনয় করেছে, তারা অনেক কষ্ট করে অভিনয় করেছে। এ সিনেমার প্রত্যেকটা অভিনেতা বেশ আন্তরিক ছিল। আমরা একটা ভালো দিন দেখে এই সিনেমাটি মুক্তি দেব।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘মুজিব’। ২০২১ সালের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হয়। চলতি বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমার পরিচালনা করেছেন ভারতীয় পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগাল।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গত ১৭ মার্চ প্রকাশ করা হয় এ সিনেমার নাম ও পোস্টার। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ভিত্তি করে পোস্টারটি বানানো হয়। ‘মুজিব’ সিনেমার ট্যাগলাইন দেয়া হয়েছে ‘একটি জাতির রূপকার’।
‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। বিভিন্ন চরিত্রে অরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।
বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায়ও সিনেমাটি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।
]]>




