‘মানিকে মাগে হিতে’ গানে ঝড় তুললেন নোরা!
<![CDATA[
সম্প্রতি টি সিরিজ ইউটিউবে প্রকাশ করেছে সিংহলি গান ‘মানিকে মাগে হিথে’-এর হিন্দি ভার্সনের গানটি। নতুন ছবি ‘থ্যাঙ্ক গড’- এর এই গানের তালে ঝড় তুলেছেন বলিউডের ‘গরমি গার্ল’ খ্যাত নোরা ফাতেহি।
নেট দুনিয়ায় নতুন এই গানটি প্রকাশ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এর ভিউ সংখ্যা দাঁড়িয়েছে দেড় কোটিরও বেশি।
ইন্টারনেটে ভাইরাল হওয়া সিংহলি ভাষায় ‘মানিকে মাগে হিথে’ গানটির গায়িকা শ্রীলঙ্কার শিল্পী ইয়োহানি ডি সিলভা। তিনি তার গাওয়া গানটিকেই আবার হিন্দি ভার্সনে গাওয়ার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। যা ছিল ‘থ্যাঙ্ক গড’ ছবিটির নতুন চমক।
আরও পড়ুন: কুয়েতেও নিষিদ্ধ হলো ‘থ্যাঙ্ক গড’
গত বছরের ভাইরাল গানটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হওয়ায় বেশ ভালোভাবেই তা গ্রহণ করেছে দর্শকরা। ছবির গানের ভিডিওতে নোরার সঙ্গে নেচেছেন সিদ্ধার্থ মালহোত্রাও। হিন্দি ভার্সনে গাওয়া এই গানটির কথা ‘ হায় এই মেরি আখে, রাতভর করে বাতে তেরি’।
তনিষ্ক বাগচীর পরিচালনায় জনপ্রিয় এই গানটি হিন্দি ভাষায় দেখা যাবে অজয় দেবগনের বিতর্কিত ‘থ্যাঙ্ক গড’ মুভিটিতে। ছবিটি আগামী ২৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
]]>